জন্ম এপ্রিল ফুলে
অন্যবাংলায় আজকে প্রকাশিত হলো অরবিন্দ সরকার এর জন্ম এপ্রিল ফুলে শিরোনামে ১ টি চমৎকার কবিতা । আপনারা এই জন্ম এপ্রিল ফুলে কবিতা টি পড়ুন ও আপনাদের মতামত জানান।
কবি অরবিন্দ সরকারের ৬৮তম জন্মদিনে অন্যবাংলা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা
কবিতা – জন্ম এপ্রিল ফুলে
কবি – অরবিন্দ সরকার
জন্মেছিলাম কোন সালে কি মাসে,
বাবার খাতার পাতায় হয়তো লেখা ছিলো!
সরকারি স্কুলে সাল ঠিক আছে মাস দিন গিলে খেলো, হলো পয়লা এপ্রিল উনিশশো পঞ্চান্ন! তাঁর কলমের আপোষে,
বাপ যেন মাষ্টারমশাই!
মাস তারিখ তাঁর দেওয়া,ওইটি আমার জন্মতারিখ অবশেষে।
উচ্চবিত্ত পরিবারে,বাবা অশ্বিনী,মা মহামায়ার সংসারে অষ্টম গর্ভজাত সন্তান আমি।
একান্নবর্তী পরিবারের সদস্য ছিলাম মুর্শিদাবাদ জেলার, কান্দি থানার ভাটরা গ্রামে, পিতৃপুরুষের বাসভূমি।
পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থ, সকলেই শিক্ষক পুরোনো স্মৃতি পড়ে মনে।
লেখাপড়া প্রাথমিক বাগোড়ে, উচ্চ মাধ্যমিক অমৃতকুণ্ড, কৃষ্ণ নাথ কলেজ তারপরে।
ছাত্ররাজনীতির ছোঁয়া লাগে অন্তরে, চলে আসি জীবন মধ্যাহ্নে বহরমপুর শহরে।
পেশা এক হাইস্কুলের শিক্ষকতা, লেখালেখি অবসরে।
তেভাগা আন্দোলন দেখেছি, ধনীদের দেখেছি গরীবের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন।
লেখাপড়ার অধিকার শুধু আমাদের, গরীবের পাঁচ বছরেই চাকুরী গৃহস্থের রাখালগিরি পেটবেতন।
পাকা পাকা আতা ঝুলতো আটুর ডহরে, শ্যামাকুশার বাগানে আম কুড়োতাম ঝড়ে!
ডাংগুলি বাড়ির রাস্তায়, ক্রিকেট ফুটবল শিয়ালখাকির ডাঙায় ফাঁকা প্রান্তরে।
স্নান সারাবছর ঘোষপুকুরে। টিউবওয়েল ছিল না,ব্যবহারের রান্নার জল মা আনতেন কাঁখে করে। সন্ধ্যায় পড়াশোনা উঠোনে- হ্যারিকেন, কুপির আলোয়!
মায়ের সন্ধ্যার প্রদীপের সাথে লেখাপড়ার সময়।
অন্যমনস্কতার শাস্তি পিতৃদেবের পাঁচনের আঘাত পিঠে, অথবা হাঁটু পায়ের গিঁটে।
গ্রামের যাত্রাপালার মাষ্টার, কাকা তারাপদ সরকার, কম্যুনিস্ট পার্টির নেতা সভা করতেন রাতের অন্ধকারে,গরীবপাড়ার দরবারে।
পরে গ্রাম ছাড়িয়ে শহরে, লড়াই কৃষক শ্রমিক ক্ষেতমজুর আন্দোলন, কতো নির্যাতন ধনীদের মাষ্টার কাকার তরে।
মনে কাটে দাগ, ধনী দরিদ্র বৈষম্য কেন?- উত্তর খুঁজতে বামে, সর্বহারার পার্টিতে যোগ,
পিতৃদেবের সঙ্গে সম্পর্কের বিয়োগ। অবসরে কলমে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম,
শহর বহরমপুর’ বসবাসেও ভুলিনি জন্মভিটা এই ছোট্ট গ্রাম।
———————-
আরো পড়ুন স্মরজিৎ ব্যানার্জি এর গল্প শেষ চিঠি
আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল এ যুক্ত হন