টিনটিনের কৌটো

টিনটিনের কৌটো

অন্যবাংলায় আজকে প্রকাশিত হলো রাজিত বন্দোপাধ্যায় এর টিনটিনের কৌটো শিরোনামে ১ টি চমৎকার গল্প। আপনারা এই টিনটিনের কৌটো গল্পটি পড়ুন ও আপনাদের মতামত জানান।

টিনটিনের
টিনটিনের

টিনটিনের কৌটো
রাজিত বন্দোপাধ্যায়

— চো … চো … চোর !
মার আচমকা চেঁচানিতে ঘুম ভেঙ্গে উঠে বসল বাবা আর ডিঙ্গো তাদের স্কুল পাড়ার বাসায় । চোর কিছু কৌটো হাটকানো ছাড়া আর বিশেষ সুবিধা করতে পারেনি । আচ্ছা রহস্যময় চোর ! খানিক জল্পনা কল্পনায় গ্রীল সরানো জানালাটা ভাল করে বন্ধ করে দিল মা ।
আজ রবিবার । ডিঙ্গো উত্তেজনায় টগবগাচ্ছে । বেলা এগারোটায় ডোর বেল বাজায় দরজা খুলতেই অবাক … রঙিন দাদা ! ওয়াও !! মা নির্ঘাত ফোন করেছিল ।

রঙিন দাদা এসে খাবার টেবিলের চেয়ারটা টেনে বসে শুধালে ,
— কী কী চুরি গেল ছন্দা ?
মা হেসে বললে ,
— কিছু চুরি যায়নি মামা । তবে বিস্তর কৌটো হাটকেছে চোরটা !
— কৌটো !!
চিন্তিত মনে রঙিন দাদা ডিঙ্গোকে নিয়ে ঘরে এসে বসল । মা চা বসাল । নতুন কোন কেস নাকি ?
ডিঙ্গোর প্রশ্নবোধক চোখ দেখে বললে রঙিন দাদা ,
— কাল সুধাকর লন্ডনের মিউজিয়াম থেকে এ্যান্টিক চোরদের কৌটো উড়িয়ে নেওয়ার কথাটা জানায় । সন্দেহ তা এখন কোলকাতাতে ! খুঁজে বার করতে হবে ।

সুধাকর দাদা পাগল , এতবড় শহরে খোঁজা চাট্টি কথা নাকি ! ডিঙ্গো নিজের শার্টটা বালিশের পাশ থেকে টান দিতে নীচে রাখা কৌটোটা ছিটকে পড়ল । কাল রাতে ভুলে গিয়েছিল । জিব কেটে রঙ পেনসিল গুলো কৌটোয় রাখতে গেছে , রঙিন দাদা সেটা ছোঁ মেরে নিয়ে দেখতে লাগল । যেন অষ্টম আশ্চর্য দেখছে !
— এ কৌটো কোথায় পেলিরে ?
— কেন , আমাদের স্কুলের সামনের দোকানে । আমার রঙের কৌটোটা ভেঙ্গে যাওয়ায় এটায় ভরে দিয়েছিল দোকানী ।
— চল তো ।
বলে সোজা রাস্তায় !

See also  অবাস্তব ঘটনা কি বাস্তব ভাবনার ফলশ্রুতি?

দোকানীর মতে এটা এসেছে ক্রেয়নের কার্টুনে । দোকানী শুধালে ,
— ব্যাপার কী , সবাই কৌটোর খোঁজ করছে ? এক ভদ্রলোক কাল দুপুরে গাড়ীতে এসেছিলেন , এমনকি ডিঙ্গো মানে দেবাঞ্জনের বিস্তর খোঁজ করে গেছে ।
— গাড়ির নম্বর ?
মালিক মাথা নাড়লেও কর্মচারীটি খানিকটা বললে , WB 01F – – 88 ! অসমাপ্ত নম্বর দিয়েই অফিস কে খোঁজ করতে বললে রঙিন দাদা ।
এখন বিকেল পাঁচটা । চোরেরা ধরা পড়েছে । লালবাজারে পুলিশের এ্যাসিসট্যান্ট কমিশনারের টেবিলের উপর রাখা কৌটোটা আদতে টিনটিনের লেখকের এবং টিনটিনের ছবিতেও হাজির এটা ভাবতে গায়ে কাঁটা দিচ্ছে । পুরো একটা দিন তার কাছে ছিল কৌটোটা !! টিভির সব চ্যানেলে এখন রঙিন দাদা , ডিঙ্গো আর টিনটিনের কৌটো ।

অন্যবাংলা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরো পড়ুন

হারানোর পথে পাখির কলকাকলি
ছোট গল্প: মায়ের চিঠি
দেশলাইয়ের বাক্স
ধারাবাহিক গল্প মামলাণু (১ম পর্ব)
ধারাবাহিক গল্প মামলাণু ২য় পর্ব
ধারাবাহিক গল্প মামলাণু শেষ পর্ব
চিত্তরঞ্জন দেবভূতি এর শীতের কবিতা
রাজযোটক - সুমিতা চৌধুরীর গল্প
সুশান্ত সেন এর কবিতা মালভূমি, একদিন ও অস্থির
মুস্তাক আহমেদ এর মধ্যবিত্ত শিরোনামে কবিতা
আমাদের সাথে যুক্ত থাকুন

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন

Leave a Comment