দেশলাইয়ের বাক্স

দেশলাইয়ের বাক্স

দেশলাইয়ের বাক্স
রাজিত বন্দোপাধ্যায় ।
দেশলাইয়ের বাক্স
দেশলাইয়ের বাক্স

— দেশলাইয়ের বাক্স !
কথাটায় দরজার ফ্রেমে দেখলাম সাদা কালো ছায়াছবির মত কাপে ধূমায়িত চা নিয়ে সঞ্জীবনীকে । পরনে পাড়হীন ছাপা শাড়ি ; অসহায় চোখে হাহাকার ; এক অসমাপ্ত বিবর্ণ ছবি । কেবল পোয়াতী পেটটা বলে দিচ্ছে নীলাঞ্জন হারায় নি ।
একই কলেজে আমরা দুজনে পড়তাম সঞ্জীবনীর সঙ্গে । নীলাঞ্জনের বিয়ের পর ভালই চলছিল সব । আমার রহস্য গল্প লেখা , নীলাঞ্জনের কুইক মানির পিছনে ছোটা , সঞ্জীবনীর পড়াশোনা । আচমকা বাঁধ সাধল লাটে ওঠার নীলাঞ্জনের চিট ফান্ড কোম্পানী। দু মাসের মধ্যেই খুন হয়ে গেল ব্রাঞ্চ ম্যানেজার নীলাঞ্জন রায় ।


পুলিশের অনুসন্ধানে খুনীরা ধরা পড়লেও পাওয়া গেল না জমা না দেওয়া চিট ফান্ডের পাঁচ কোটি টাকা ! কোথায় গেল ?? রহস্য জমজমাট । অবশেষে আমার পুলিশ বন্ধুর অনুরোধে অতলে নেমে পেলাম নীলাঞ্জনের পকেটে থাকা দেশলাইয়ের বাক্স ! ‘ উপসংহার ‘ – এর অগ্নিবাণ নাকি !!
— কিন্তু তোমরা তো স্মোক করো না !
সঞ্জীবনীর চোখে বিস্ময় ।
— ইদানিং ?
— কস্মিনকালেও না ।


হাতের বাক্সটা পকেটে রাখতে যেয়ে হাতের চেটোয় কী একটা উঠে এল ! হাত বের করতেই অবাক কান্ড , বাক্সর স্টীকার লেবেল ! পিছনে কিছু অস্পষ্ট লেখা । মন সংযোগে বোঝা গেল JH 05 B 1420 ! একি বলিউডের
‘ ভিক্টোরিয়া নম্বর 203 ‘ !!


অতএব আবার মোবাইল । পুলিশ জানালো , গাড়িটা রোড এ্যাকসিডেন্টে মারা যাওয়া শিক্ষিকার । কোন থানার কব্জায় অজানা । অতএব মগজাস্ত্র প্রয়োগ । খুনের রিপোর্ট বলছে , তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে সে গিয়ে সেঁধিয়েছিল থানায় । তবে কি … ? আবার ফোন । এবার ঠিক পাওয়া গিয়েছে স্কুটীটা । সঞ্জীবনী কে নিয়ে বেরিয়ে পড়লাম । এ কী রহস্য রে বাবাঃ ! গাড়িতে কিচ্ছু নেই । তবে , সীটের রেক্সিনের তলে ও কী সাজানো ? পাঁচশোটা বান্ডিল ! পুলিশ বন্ধু বললেন ,
— কী রিওয়ার্ড চাও ?
— সঞ্জীবনীর নামে চিট ফান্ডে গচ্ছিত টাকা কটা ।
এবার মাথা উঁচু করে থানা থেকে বেরোলো সঞ্জীবনী । বাড়ি পৌঁছে দিতে যেয়ে হঠাৎই দেয়ালে টাঙ্গানো নীলাঞ্জনের জীবন্ত ফটোটাতে চোখ পড়ল । বুঝি পালক পড়ল ! যেন ফিসফিসিয়ে বলল ,
— ধন্যবাদ দিতে !

See also  সাদেকুল ইসলাম এর কবিতা "আসুক তবে, আসতে দাও"
অন্যবাংলা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরো পড়ুন

হারানোর পথে পাখির কলকাকলি
ছোট গল্প: মায়ের চিঠি
আমাদের সাথে যুক্ত থাকুন

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন

Leave a Comment