সুশান্ত সেন এর কবিতা মালভূমি, একদিন ও অস্থির

অন্যবাংলায় আজকে প্রকাশিত হলো সুশান্ত সেন এর মালভূমি, একদিনঅস্থির শিরোনামে ৩ টি চমৎকার কবিতা। আপনারা এই ৩ টি কবিতা পড়ুন ও আপনাদের মতামত জানান।

মালভূমি
মালভূমি

১.মালভূমি

মালভূমি থেকে নেমে
সমতল ভূমিতে নামব
নেমে দেখবো পাখি উড়ে গেছে
তখন খোঁজ খোঁজ আর খোঁজ
সারা জীবনেও খুঁজে পাওয়া যায় না
স্বাধীনতা ও বনের হরিণ।
মৃতবৎ পড়ে থাকে সভ্যতা
বাড়ির আনাচে কানাচে
জনান্তিকে বলে রাখি
এই কথা গুলো
এই মাত্র শুনলাম আর
লিখে দেখছি লেখাটা
কবিতা হয়ে উঠছে কি না।
পাগলের প্রলাপ ছাড়া
আর কিছু মনে হলো না।

২. একদিন

একদিন লক্ষ করলাম
গাছ টা কংক্রিটের ফাটল এর ভাঁজে
মাথা তুলেছে ।
এবারের বর্ষার জল পেয়ে বেশ
ফুলে ফেঁপে রসবতি হয়ে উঠেছে।

হাত টা নিশপিশ করতে থাকে,
চারদিকে ত শুনতে পাই সব
উপড়ে ফেলার সময় এসেছে,
দল উপদল নীতি বিশ্বাস সব।
যেন সব উপড়ে ফেললেই জীবন যাপন
মধুর হয়ে যাবে।

এখন ত দেখতে পাই নতুন নতুন
পাতা গজাচ্ছে , আর সবুজ নতুন পাতা দেখে
মন টা হিংস্র হয়ে যায়।

গাছ টা উপড়ে ফেলার বাসনায় হাত টা
নিশপিশ করতে থাকে।

৩. অস্থির

খুলে ত রেখেছি মনের জানলা দরজা হাট করে
পাল্লা দুটো দুপাশে যতটা খোলা যায়
খুলে দিয়েছি।
তবু ও বাতাস কেন আসছে না ঘরে
কেন এত শ্বাসকষ্ট , কেন সারা দেহে এত অস্থিরতা !
বদ্ধ আনাগোনা অনেকক্ষন।
জানিনা কতক্ষন স্বপ্ন থাকবে অধরা !
অপেক্ষায় অপেক্ষায় বেলা গেল
মনিকর্নিকার ঘাটে দাড়িয়ে আছি
অনেকক্ষন।
এখন স্বপ্নভূমি থেকে পতন
পড়ছি ত পড়ছি
আরো কতটা সময় লাগবে ঘর দুয়ারে হাওয়া আসতে, কে জানে !

অন্যবাংলা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরো পড়ুন

হারানোর পথে পাখির কলকাকলি
ছোট গল্প: মায়ের চিঠি
দেশলাইয়ের বাক্স
ধারাবাহিক গল্প মামলাণু (১ম পর্ব)
ধারাবাহিক গল্প মামলাণু ২য় পর্ব
ধারাবাহিক গল্প মামলাণু শেষ পর্ব
চিত্তরঞ্জন দেবভূতি এর শীতের কবিতা
রাজযোটক - সুমিতা চৌধুরীর গল্প
আমাদের সাথে যুক্ত থাকুন

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন
See also  সাপ্তাহিক কবিতা সমগ্র ২

Leave a Comment