ষষ্ঠ শ্রেণির গণিত বই 2023 free pdf
ষষ্ঠ শ্রেণির গণিত বই নিয়ে আমার আজকের ব্লগ। বইটির একদম নতুন সংস্করণ অন্যবাংলা ব্লগে দেয়া হল। ষষ্ঠ শ্রেণির গণিত বইটির এ পিডিএফ সংস্করণটি যারা ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ও শিক্ষক তাদের জন্য খুবই সহায়ক হবে।
আজকের এই পোস্ট থেকে আপনারা ষষ্ঠ শ্রেণির গণিত বই খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ষষ্ঠ শ্রেণির গণিত pdf বইটি আপনারা একদম ভালোভাবে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন।
বইটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আপনারা নিচের ছকে সুবিন্যস্ত ভাবে পেয়ে যাবেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম-2022 অনুযায়ী প্রণীত এবং 2023 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির গণিত বই এর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক
গণিত
ষষ্ঠ শ্রেণি (পরীক্ষামূলক সংস্করণ)
রচনা ও সম্পাদনা
ড. মো: আব্দুল হাকিম খান ড. মো: আব্দুল হালিম
ড. চন্দ্রনাথ পোদ্দার নওরীন ইয়াসমিন
মোহাম্মদ মুনছুর সরকার
সকাল রায়
রতন কান্তি মন্ডল
মো: মোখলেস উর রহমান
মোছা: নুরুন্নেসা সুলতানা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ ৬৯-৭০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ কর্তৃক প্রকাশিত
[জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত] প্রকাশকাল: ডিসেম্বর ২০২২
শিল্পনির্দেশনাঃ মঞ্জুর আহমেদ
চিত্রণ ঃমৌমিতা শিকদার
প্রচ্ছদ পরিকল্পনাঃ মঞ্জুর আহমেদ
প্রচ্ছদ চিত্রণঃ ফাইয়াজ রাফিদ
গ্রাফিক্সঃ নূর-ই-ইলাহী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য
ষষ্ঠ শ্রেণির গণিত বই এর ভূমিকা
ষষ্ঠ শ্রেণির গণিত বই এর ভূমিকায় বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণির গণিত বই এর আনন্দময় যাত্রায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয় এর মধ্যেই জেনেছো যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য নতুন পাঠ্যপুস্তক তৈরি করছে। ষষ্ঠ শ্রেণির গণিত বই টি এর মধ্যে অন্যতম। তোমাদের জন্য পাঠ্যপুস্তকটি তৈরির সময় যে দুইটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে- চারপাশের পরিচিত পরিবেশের বস্তু ও ঘটনা পর্যবেক্ষণ করে হাতে কলমে কাজের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করতে পারার সুযোগ সৃষ্টি করা।
গণিত বিষয়ক পাঠ্যপুস্তকটি মোট ১২ টি শিখন অভিজ্ঞতার মাধ্যমে সাজানো হয়েছে। প্রতিটি শিখন অভিজ্ঞতায় বিষয়গুলো এমনভাবে ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে, যেন তোমরা সক্রিয় অংশগ্রহণ ও বাস্তব উপকরণের মাধ্যমে বিভিন্ন গাণিতিক ধারণা লাভ করতে পারো। একই সাথে গাণিতিক দক্ষতাগুলো আয়ত্ত করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা গাণিতিক উপায়ে সমাধান করতে পারো। তোমরা বিভিন্ন দলগত কিংবা জোড়ায় কাজের মাধ্যমে আলোচনা করে শিখন অভিজ্ঞতার কাজগুলো করবে। শ্রেণিতে এ সকল কাজের মাধ্যমে তোমরা যে শিখন লাভ করবে তা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমেই তোমাদের শিখন পূর্ণতা লাভ করবে। শিখন প্রক্রিয়ায় পাঠ্যপুস্তকটি তোমাদের জন্য সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে।
ষষ্ঠ শ্রেণির গণিত বই এর শুরুতেই তোমরা বিভিন্ন খেলা এবং ম্যাজিকের মধ্য দিয়ে সংখ্যা ও প্রতীক সম্পর্কে ধারণা লাভ করবে। একই সাথে গণনার দক্ষতা আয়ত্ত করে নিজেদের জীবনে এইসব সংখ্যা, প্রতীক শনাক্ত ও ব্যবহার করতে পারবে। এর পরের শিখন অভিজ্ঞতায় তোমরা পরিমাপ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিজে নিজে বিভিন্ন বস্তু পরিমাপ করতে পারবে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে তোমার সহপাঠীদের সাথে নিয়ে দলগত কাজের মাধ্যমে তোমরা তোমাদের শ্রেণিকক্ষও পরিমাপ করতে পারবে!
তৃতীয় শিখন অভিজ্ঞতাটির মাধ্যমে তোমরা চারপাশের তথ্য সাজিয়ে, গণনা ও যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। মৌলিক উৎপাদকের গাছ নামের শিখন অভিজ্ঞতাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎপাদক, লসাগু ও গসাগু ব্যবহারের নিয়মাবলী এবং প্রয়োগ সম্পর্কে ধারণা লাভের ক্ষেত্রে। এরপর দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ক্ষেত্রে দৈর্ঘ্য মাপার কাজ সম্পন্ন করার মাধ্যমে এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে দৈর্ঘ্য পরিমাপ শিখন অভিজ্ঞতাটির মধ্য দিয়ে।
পূর্ণসংখ্যার জগৎ ও ভগ্নাংশের খেলা নামক শিখন অভিজ্ঞতা দুইটি সাজানো হয়েছে এমনভাবে যাতে করে তোমরা খুব সহজে পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কিত ধারণাগুলো লাভ করতে পারো এবং একইসাথে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারো। বীজগণিতীয় রাশি ও সমীকরণ সম্পর্কিত বিভিন্ন কাজ তোমরা একক ও দলগতভাবে সম্পন্ন করার সুযোগ পাবে অজানা রাত্রি জগৎ শিখন অভিজ্ঞতাটির মধ্য দিয়ে। এছাড়া ত্রিমাত্রিক বস্তু চিহ্নিতকরণ, ঐকিক নিয়মের প্রয়োগ এবং শতকরা ও অনুপাতের সঠিক ব্যবহার করতে শিখবে পরবর্তী দুইটি শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে।
এই বইয়ের সর্বশেষ শিখন অভিজ্ঞতাটির মাধ্যমে তোমরা বিভিন্ন গাণিতিক সূত্রগুলোর অর্ন্তনিহিত ব্যাখ্যা এবং এগুলো কিভাবে তৈরি হয়েছে তা খুব সহজে বুঝতে পারবে। আমরা আশা করছি যে, তোমরা তোমাদের সহপাঠীদের সাথে নিয়ে দলগত কাজগুলো করার ফলে তোমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন বিষয়ে গাণিতিক দক্ষতা প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে।
শ্রেণিকক্ষের ভিতরে এবং বাইরে সকল কাজে তোমাদের শিক্ষক সার্বিক সহায়তা প্রদান করবেন। আমরা আশা করি, দলগত কার্যক্রমগুলোতে সক্রিয় অংশগ্রহণ করে গাণিতিক দক্ষতাসমূহ তোমরা সফলভাবে অর্জন করতে পারবে এবং গাণিতিকভাবে চিন্তা করতে শিখবে। একইসাথে, বাস্তব জীবনে গণিতের গুরুত্ব অনুধাবন করে গণিত শিখতে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। আমরা আরও আশা করছি যে, ষষ্ঠ শ্রেণির গণিত বই এর এই পাঠ্যপুস্তকটি গণিতের সকল ভয় দুর করে তোমাদেরকে দৈনন্দিন জীবনে গণিত ব্যবহারে আরও বেশি উৎসাহী ও কৌতুহলী করে তুলবে।
ষষ্ঠ শ্রেণির গণিত বইটি কিভাবে ডাউনলোড করবো
শিরোনাম | তথ্য |
---|---|
বইয়ের নাম | ষষ্ঠ শ্রেণির গণিত বই |
শ্রেণি | ষষ্ঠ |
সাইজ | 6.3 MB |
পৃষ্ঠা | ২৬৮ |
প্রকাশকাল | ডিসেম্বর 2022 (পরীক্ষামূলক সংস্করণ) |
ডাউনলোড লিংক | বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন |
আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল এ যুক্ত হন
আরো বই ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই ষষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই 2023 free pdf ষষ্ঠ শ্রেণির গণিত বই 2023 free pdf ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই 2023 free pdf ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বই 2023 free pdf ৬ষ্ঠ শ্রেনির ইংরেজি বই pdf download । class 6 english book 2023 pdf download ষষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৩ free pdf ৬ষ্ঠ শ্রেণির বাংলা বই 2023 | pdf download ২০২৩ সালের ৭ম শ্রেণির নতুন বই pdf | class 7 book pdf 2023 ২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণির নতুন বই pdf | class 6 book pdf 2023 বিজ্ঞান অনুশীলন ৭ম শ্রেণি 2023 free pdf ৭ম শ্রেণির গণিত বই 2023 free pdf