ফেসবুকে @everyone হতে বাঁচার উপায়
আজকের ব্লগ পোস্টে আমি ফেসবুকে @everyone হতে বাঁচার উপায় নিয়ে কিছু কথা বলবো। কারন বিভিন্ন ব্লগ পোস্টে ফেসবুকে @everyone হতে বাঁচার উপায় সম্পর্কে বিভিন্ন ট্রিক্স শেয়ার করা হলেই সবাই সেখানে একটি বিষয় এড়িয়ে গিয়েছেন যার ফলে অনেকেই এই @everyone থেকে নিস্তার পাচ্ছেন না। তাই আমি আজ পুরো প্রক্রিয়াটির পাশাপাশি সেই বিষয়টি ই দেখাবো যার কারনে আপনারা অনেকেই বুঝতে পারছে না কিভাবে @everyone এর অপব্যাবহার থেকে মুক্তি পাবেন।
@everyone কি?
@everyone এর কাজ কি?
@everyone এর অপব্যবহার
@everyone থেকে বাঁচার উপায় কি?
১। প্রথমেই আপনি আপনার মোবাইলের 3dot মেনুতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে “settings & privacy” লেখা অপশনে যান। নিচের ছবির মতো।
২। এবার “settings & privacy” তে ক্লিক করলে নিচের মতো কিছু অপশন আসবে। সেখান থেকে প্রথমে আসা অপশন “settings” এ ক্লিক করুন। নিচের ছবির মতো।
৩। এরপর নিচের ছবির মতো একটা ইন্টারফেস আসবে সেখান থেকে “Profile Settings” নামক অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।
৪। “Profile Settings” এ ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। এরপর স্ক্রল করলে নিচের ছবির মতো “Notification settings” নামক অপশন দেখতে পারবেন। সেটাতে ক্লিক করবেন।
৫। “Notification settings” এ ক্লিক করার পর নিচের ছবির মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে “Tags” নামক অপশনে ক্লিক করবেন।
৬। এরপর নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর সমস্যাটা মূলত এখান থেকেই হয়। কারন দেখবেন এখানে ডিফল্টভাবে “anyone” সিলেক্ট করা থাকে। যার ফলে নিচে @everyone বন্ধ করার কোনো অপশন দেখা যায় না। আর এ সমস্যাটার কারনেই অনেকে বুঝতে পারেন না কি করতে হবে। এটা সমাধান করার জন্য ৭ নাম্বার পয়েন্ট দেখুন।
৭। উপরের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি নিচের ছবির মতো “friensd of friends” সিলেক্ট করে দিবেন।
৮। সিলেক্ট করার পর নিচে দেখবেন এক্সট্রা কিছু অপশন এড হয়েছে। সেখানে নিচের ছবির মত “Batch @everyone mentions” অপশন অন করা দেখতে পারবেন।
৯। এবার এই অন করা অপশন টা নিচের ছবির মত অফ করে দিবেন। তাহলেই হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ ফেসবুকে @everyone হতে বাঁচার উপায় সংক্রান্ত সমস্যা সমাধান। এবার থেকে আর @everyone সমস্যার সম্মুখীন হতে হবে না। গ্রুপে মেনশন দিলেও আপনার কাছে আর নোটিফিকেশন আসবে না। ফলে আপনি থাকবেন পুরো নিশ্চিন্ত।
আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল এ যুক্ত হন
আরো লেখা ওয়ার্ডপ্রেস থিম কি |ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে বিস্তারিত DRS কি ও কেন? শিক্ষার্থীদের জন্য অসাধারণ কিছু অ্যাপ | best 5 app for student ফেসবুকে @everyone হতে বাঁচার উপায় চিড়া কি? চিড়া খাওয়ার উপকারিতা