অন্যবাংলা'র বিশেষ সংখ্যার কবিতা পড়বো কিভাবে? কবিতাগুলো পড়ার জন্য সূচিপত্রে লেখা কবির নাম অথবা কবির কবিতার উপর ক্লিক করুন। দেখবেন কবিতা আপনার স্ক্রিনে চলে এসেছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ নিয়ে অন্যবাংলা’র বিশেষ সংখ্যা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে আজ অন্যবাংলায় প্রকাশিত হল নির্বাচিত কবিতা নিয়ে বিশেষ সংখ্যা। আজকের মাতৃভাষা দিবস ২০২৩ নিয়ে অন্যবাংলা’র বিশেষ সংখ্যায় রয়েছে ১৩ জন কবির ১৩ টি চমৎকার কবিতা। আপনারা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ নিয়ে অন্যবাংলা’র বিশেষ সংখ্যারর কবিতাগুলো পড়ুন ও আপনাদের মতামত জানান।
সঞ্জয় ব্যানার্জী এর কবিতা
মাতৃভাষা দিবস
মায়ের ভাষা মাতৃভাষা,আমার ভাষা বাংলা।
জন্মে আমি মা ডেকেছি, মা,মা বলে কান্না।।
মায়ের স্নেহ পাই আমি বাংলায় কথা বলে।
মা,মা,বলে ডাকি আমি বাংলা ভাষায় কয়ে।।
বাংলাদেশে বাস করি বাংলায় কথা বলি।
বাংলা ভাষাকে সাথে নিয়ে আমরা সবাই চলি।।
বাংলা আমাদের রবীন্দ্রনাথ, বাংলা জীবনানন্দ।
বাংলাভাষায় গান গেয়ে পাই আমরা আনন্দ। ।
মাতৃভাষা দিবস আজ একুশে ফেব্রুয়ারি।
রক্তে রাঙানো আজকের দিন,তোমাকে কি ভুলিতে পারি ।।
শংকর ব্রহ্ম এর কবিতা
আন্তর্জাতিক ভাষা দিবস
দিনটি একুশে ফেব্রুয়ারী
নত মস্তকে প্রাণের আবেগে
আজ তাদের স্মরি করি
বাঁচাতে সেদিন বাংলা ভাষার মান
অকাতরে যারা সঁপে দিয়েছিল প্রাণ
তাদের অমূল্য সেই দান
পেয়েছে আজ সারা বিশ্বে সম্মান
সগৌরবে অর্জন করেছে
বিশ্বভাষা দিবসের স্থান
আমরা যারা বাংলা ভাষা-ভাষী
বেড়েছে তাদের মান।
আজ বিশ্ব ভাষা দিবসের দিনে
অথবা আগে কিংবা তারপরে
ভাষা স্বাধীনতার জন্য
আজও যারা লড়াই করে
তাদের কথা ভেবে আমরা মাথা তুলে
বুক চিতিয়ে করতে পারি বড়াই।
বাংলা ভাষার প্রাণ ও মান বাঁচতে
দিয়ে ছিল যারা প্রাণ
সেই একুশে ফেব্রুয়ারী
আজকে তাদের নত মস্তকে
হৃদয়ে স্মরণ করি।
সুশান্ত সেন এর কবিতা
আমার ভাষা
আমার এই বাংলা ভাষা তোমার কাছেই
হৃদয়ের গ্রন্থি গুলি বাঁধা আছে , বাঁধাই আছে।
প্রতিটি ঘরের কোনায় বাংলা মা ‘ এর
এই ভাষাতেই গুঞ্জরিত হৃদয় আবেগ,
এই ভাষা তে ” মা ” বলছি প্রথম আমি
এই ভাষা তে বাউল শোনায় মর্মবাণী,
এই ভাষা তে ভাটিয়ালি’র সুর টি জাগে
আশীষ বানী মর্মরিল নবীন রাগে ।
আগমনী গানের সুরে শারদীয়ায়
শরৎ হাসে আকাশ নীলে যায় ভরে যায়,
কীর্তনিয়া কৃষ্ণ নামের মধুর সুরে
এই ভাষা তে ভক্তি জাগায় মন মেদুরে।
বাংলা ভাষা তোমার আমার ভাষা যে তাই
মনের আবেগ মনের প্রণাম তোমায় জানাই।
স্বপন কুমার ধর এর কবিতা
একুশে ফেব্রুয়ারি
ভাষার জন্য শহীদ হয়েছে, বঙ্গ সন্তানেরা,
বুক চিতিয়ে প্রাণ দিয়েছে, রেখেছে কীর্তির ধারা।
ভাষার জন্য রক্ত ঝরেছে, একুশে ফেব্রুয়ারি,
আজীবন মোরা, কখন ও কী তা, একবার ও ভুলতে পারি!
স্বপ্নের ভাষা, আমাদের ভাষা, সুমিষ্ট বাংলা ভাষা,
সময়ে সময়ে বিভিন্ন কবিরা, সমৃদ্ধে করেছেন ঠাসা।
ধর্ম নয়, বর্ণ নয়, নয় কোন বিভেদ কথা,
“সবার ওপরে মানব সত্য” – বলেছেন তারা সর্বদা।
গর্বে মোদের বুক ভরে যায়, বাংলা ভাষা শুনে,
জানি যখন সারা বিশ্ব ও, মানে তা মনেপ্রাণে।
অনাদৃত বঙ্গভাষা দেখিয়েছে, জগৎ কে যে পথ,
আজ ও ছুটে চলে সেই পথ দিয়ে, গৌরবান্বিত মহারথ।
রবির প্রতিভায় পেয়েছে প্রতিষ্ঠা, সমগ্ৰ বিশ্ব সভায়,
নজরুলের চিন্তায় উদ্ধুদ্ধ মানব, ব্রতী হয়েছিলেন স্বাধীনতায়।
ভাষার জন্য বীর শহীদদের, আমরা স্মরণ করি,
নতমস্তকে, সশ্রদ্ধ প্রণামে, দিনটি একুশে ফেব্রুয়ারি।
দ্বীপ বণিক এর কবিতা
রক্তে রাঙা একুশে
রক্তে রাঙা সেই দিনটি,
মাগো, ভুলবো কী করে।
শত বছর পেরিয়ে গেলেও ;
মাগো, সেই দিনটি মনে পরে।
বাংলা মোদের মাতৃভাষা,
বাংলা মোদের প্রান।
বাংলা ভাষা রক্ষার জন্যেই;
হয়েছে সেই সংগ্রাম।
কত ভাই শহিদ হয়েছে,
কত রক্তে লেগেছে মাটি।
তবুও মোরা উর্দু ভাষাকে ;
করে নিলাম না খাঁটি।
ফুলের মতো ছিঁড়তে চেয়েছিল,
আমাদের বাংলা ভাষাকে।
রক্ত ঝরিয়েছি প্রানের মাঝে ;
তবুও ব্যথ্যা পেতে দেয়নি তোমায়।
হৃদয়ের মাঝে রেখেছি তোমায়,
মনের মনি কোটায়।
সেই দিনের মতো ভালোবাসি আজও ;
বাংলা ভাষা তোমাকে।
দুঃখের কথা মনে এলে আজও,
চোখের কোনে অশ্রু ঝরে আসে।।
সুমিত মুখার্জী এর কবিতা
শহীদ স্মরণে একুশে ফেব্রুয়ারি
এলে একুশে ফেব্রুয়ারি
মনে পড়ে যায়
৫২র সেই দিন গুলি,
মায়ের ভাষা রক্ষা করতে
সেদিন দিয়েছে প্রান,
রফিক,শফিক,সালাম,বরকত
আর নাম না জানা কত
বাংলা মায়ের সন্তান।
জীবন দিয়ে তারা করেছে প্রমান
বাংলা মোদের মাতৃভাষা
মায়েরই সমান।
সুমিতা চৌধুরী এর কবিতা
একুশে ফেব্রুয়ারি
বাংলা আমার মাতৃভাষা,
আমার স্বাভিমান।
এই বাংলার মিঠে বোলে,
জুড়ায় মনপ্রাণ।
বাংলা মোদের অনুভূতি,
আবেগ অকুলান।
সাহিত্য দরবারে বাংলা পেয়েছে
সবার শীর্ষে স্থান।
বাংলা হলো ভালোবাসা,
মোদের নাড়ির টান।
শত শহীদের বলিদানে,
অর্জিত বাংলার নিজ মান।
আজ ভাষার দরবারেতে,
বাংলা এক উজ্জ্বল নাম।
আজ বিশ্ববাসীর মুখে ফেরে
সদা বাংলার জয়গান।
সহস্র ভাইয়ের রক্তে রাঙা,
একুশে ফেব্রুয়ারি।
এই ভাষা দিবস মোরা
কভু ভুলিতে নাহি পারি।।
কবি পারমিতা মুস্তাফি এর কবিতা
রঙবে রঙের খেলনা
ফাগুন হাওয়ায় বসন্তের সুর,
ধরেছে এখন আম্র মুকুল –
ফাগুন রং লাগে গানে,
ফাগুন হাওয়া বয় সুমধুর।
রঙিন হলো বসন্তের ছোঁয়ায়,
রং দিয়ে যায় মোরে –
রঙিন বসন্তে আজ মজেছে মন,
রঙিন হাওয়া ওড়ে।
রঙবে রঙের খেলবো হোলি,
রং হারিয়ে যায় না –
রঙের আপন ছোঁয়া লাগে গায়ে,
রং মিলান্তি খেলনা।
রুচিরা সাহা এর কবিতা
অমর একুশে ফেব্রুয়ারী
ছিল এক বসন্ত
রাস্তা ছিল শিমুলে রাঙানো,
ছিল সূর্যের রক্তিম আলো
ছিলো বর্ণমালার আর ভাষায় যুদ্ধ।
গোলা,বন্দুকের আঘাতে,
ঝরে ছিল বীর শহীদের রক্ত।
রাস্তা হয়েছিল রক্তিম
সন্তান শোকে কাতর মাতৃ হৃদয়,
সিঁথির সিঁদুর মুছেছে নারী
যন্ত্রনাকে বুকে চেপে,
বীর শহীদদের রক্তে রাঙানো
বাঙালী মাতৃ ভাষা আজ বাংলা
একুশে ফেব্রুয়ারী আজও বসন্ত আসে,
শিমুল ,পলাশ ফোটে আজও
সেই বীর শহীদদের আর বঙ্গবন্ধুকে
একুশে ফেব্রুয়ারীতে শতকোটি প্রণাম।
অমর থাকবে একুশে ফেব্রুয়ারী
বাঙালীর হৃদয়ের মনিকোঠায়।
সাবিত্রী দাস এর কবিতা
বাংলা ভাষা
এ কোন বাংলা আমার মায়ের মুখের স্নিগ্ধ ভাষা !
বার্তালাপের নমুনায় মেলে কতটুকু ভালোবাসা!
বাংলা ভাষায় কতটা বাংলা বলি বলো দুই বেলা ,
বাংলায় কথা বললে সকলে ভাবে বুঝি দিকভোলা ।
বাংলা হরফে লেখা দেখে নাকি এই প্রজন্ম ঘামে !
বাংলায় কথা বললে তাদের স্মার্টনেশে মেদ জমে।
বাংলায় এই আকাশের বুকে কোজাগরী চাঁদ জাগে ,
বাংলা ভাষার রবীন্দ্রনাথ রাগে আর অনুরাগে ।
ভাষার নিরিখে সব দেশ কাল এক হয়ে মিশে যায়।
প্রাণ দিয়ে যারা চেয়ে গেল শুধু মাতৃভাষার জয়।
বুলেটে বিদ্ধ ইতিহাসে সেই কথকতা বারে বারে ,
মাতৃভাষার প্রতি ভালবাসা ফিরুক না ঘরে ঘরে।
সৌরভ যাদব এর কবিতা
হুঁশিয়ার
তৈরি হও হে বাংলা ভাষার যাত্রী!
মেঘে ঢাকছে ভাষার আকাশ, ঘনিয়ে আসছে রাত্রি।
নতুনভাবে ওঠো জেগে,
ভাষাকে আগলে রাখো ভালোবাসার অনুরাগে।
হেলায় ফেলায় দিও না দূরে ঠেলে,
মাতৃভাষা যে প্রাণে চেতনা দেয় ঢেলে।
বাঁচিয়ে রাখো তোমার প্রাণ,
মাতৃভাষা যে মায়ের সমান।
রাজিত বন্দোপাধ্যায় এর কবিতা
আজকে একুশে
আজকে ওপারে একুশের গান
এপারে একুশে উচ্ছাস !
বাংলার বিভাজিত মাটি —
তবুও দেখেছে বিশ্ব ভাষার টান !
শহীদের রক্ত কয়েছে কথা যে
তাতেই বন্ধন আজ সুদৃঢ় —
অন্য ভাষার চলেনা মাতব্বরি
এ ভাষা প্রাণের ভাষা যে আমারও ।
ভাষার দিবস , ভাষার পরশ
প্রাণের যে মুক্তি আজ এপারে —
বাংলার নদী , বাংলার মাটি
বাংলার আকাশ দুই দেশের উপরে ।
শক্তিপদ ভূঞ্যা এর কবিতা
একুশে ফেব্রুয়ারির বাংলা ভাষা
আপনি আমরা সকলে মিলে
বাংলা ভাষাতে কথা বলি ,
স্কুল-কলেজে ,বাজারে -দোকানে
বাংলা ভাষাকে নিয়েই চলি।
অক্ষরে অক্ষরে আমরা যখন
শিখেছি ভাষার ছন্দ,
শিক্ষার-সমাজে ঘরে ঘরে তবে
কেন এত দ্বন্দ্ব ?
বাংলা ভাষাই আমাদের আদর্শ ,
বাংলা ভাষাই আমাদের মুক্তি,
বাংলা ভাষাতে মাকে ডাকি
বাংলা ভাষাই আমাদের অনুভূতি।
বাংলা ভাষাই আমাদের হাসি-খুশি
বাংলা ভাষাই সব স্বপ্নের আশা,
একুশে ফেব্রুয়ারির ভাষা দিবসে
বেঁচে থাকুক বাংলা ভাষা।
একুশ মানেই কোন উৎসবের আনন্দ নয়
রক্তে ভেজা লাল পথ,
একুশ মানেই রফিক-সালাম
বরকত-জব্বারের শপথ।
আরো পড়ুন হারানোর পথে পাখির কলকাকলি ছোট গল্প: মায়ের চিঠি দেশলাইয়ের বাক্স ধারাবাহিক গল্প মামলাণু (১ম পর্ব) ধারাবাহিক গল্প মামলাণু ২য় পর্ব ধারাবাহিক গল্প মামলাণু শেষ পর্ব চিত্তরঞ্জন দেবভূতি এর শীতের কবিতা রাজযোটক - সুমিতা চৌধুরীর গল্প সুশান্ত সেন এর কবিতা মালভূমি, একদিন ও অস্থির মুস্তাক আহমেদ এর মধ্যবিত্ত শিরোনামে কবিতা টিনটিনের কৌটো
আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল এ যুক্ত হন