ধারাবাহিক গল্প মামলাণু ২য় পর্ব
অন্যবাংলায় প্রকাশিত হচ্ছে রাজিত বন্দোপাধ্যায় এর ধারাবাহিক গল্প মামলাণু। আজ থাকছে এই ধারাবাহিক গল্প মামলাণু ২য় পর্ব। আপনার এই ধারাবাহিক গল্পটি পড়ুন ও আপনাদের মতামত জানান।
আগের পর্ব গুলো ধারাবাহিক গল্প মামলাণু (১ম পর্ব) ধারাবাহিক গল্প মামলাণু শেষ পর্ব
মামলাণু (২য় পর্ব) রাজিত বন্দোপাধ্যায়

বললেন ভয় মশাই । আমি শুধালুম ,
— ভদ্রলোকের ঠিকানা টা কি বলেছিলেন ?
উনি বার দুই হোঁচট খেয়ে বললেন ,
— ক্রীক রো … 82 – এর ওয়ান … বাই এ ।
আমি তাঁর দিকে চেয়ে মৃদু হাসলুম শুধু ।
পরের দিন আমি আর অনিমেষ ভড় 82/1A ক্রীক রো – এ গিয়ে পৌঁছলাম সকাল দশটার দিকে । আজ শহরের গায়ে বেশ একটু ঠান্ডা মলেছে উত্তরের হাওয়া । দরজা খুলে আমাদের দেখে বসবার ঘরে এনে বসালেন হরিনারায়ণ বাবু উনি হাঁক পেড়ে একটি কাজের মেয়ে কে ডাকলেন । তিন কাপ চা বলে দিয়ে শুধালেন ,
— তাহলে কী জানতে চান বলুন ।
— আপনার ছেলে উধাও হবার আগে স্বাভাবিক ছিলেন ?
ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল । পরে দ্বিধান্বিত স্বরে বললেন ,
— অম্বু মানে কৌশিক স্বাভাবিকই ছিল । তবে এখন মনে পড়ছে , ও একটু যেন অ্যাবসেন্ড মাইনডেড ছিল ।
— হুম ! ওর ঘরটা একটু দেখতে পারি ?
— নিশ্চই ! যেমনটি সে ছেড়ে গিয়েছিল , তেমনটিই আছে । তবে একবার পুলিশ এনকোয়ারির সময় সার্চ করা হয়েছিল ।
— আই সী !
এরপর অনিমেষ ভড় কে নিয়ে কৌশিকের ঘরে ঢুকলাম । বেশ সাফ সুতরো ঘর । একটা পালঙ্ক গদি পাতা । ওপরে বিছানাপত্তর । দে্য়াল আলমারিতে বইপত্তর আর একটা লেখার দেরাজ টেবিল ও চেয়ার । এছাড়া আর কিছু নেই । আমি টেবিলে রাখা বইপত্র , টেবিলের ড্রয়ার ট্রয়ার ঘেঁটে দেখছিলাম । ভড় মশাই পড়েছিলেন দেয়াল আলমারি নিয়ে । আচমকা দেখলাম উনার দেখতে থাকা একটা বইয়ের ভিতর থেকে একটা টুকরো কাগজ মেঝেতে খসে পড়ল ।
সেটি উঠিয়ে নিয়ে উনি বললেন ,
— ব্যানার্জি স্যার দেখুন তো এটা কী বস্তু । লাল লাইন মার্ক দেখছি । আমি হাতে নিয়ে দেখলাম , একটা ইংরেজী পত্রিকার কাটিং ! কালো রেখা ঘেরা একটা বক্স বিজ্ঞাপনঃ Need a clarck for a Private finance farm . A B.com candidate can apply for the post . Parash Financing and housing Pv. Ltd , Srinagar , Uttarakhand .

আরো পড়ুন হারানোর পথে পাখির কলকাকলি ছোট গল্প: মায়ের চিঠি দেশলাইয়ের বাক্স ধারাবাহিক গল্প মামলাণু (১ম পর্ব)
আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন