হোয়াটসঅ্যাপে আসছে এডমিন রিভিউ ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে এডমিন রিভিউ ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে এডমিন রিভিউ
হোয়াটসঅ্যাপে আসছে এডমিন রিভিউ

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে আসছে এডমিন রিভিউ নামে নতুন একটি ফিচার। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এই “এডমিন রিভিউ” নামে নতুন ফিচারটি এড করতে যাচ্ছে। এই ফিচারটি এড করার মূল উদ্দেশ্য হলো যাতে এডমিনরা আরো নিবিড়ভাবে তাদের গ্রুপ পরিচালনা করতে পারেন।

WABetaInfo এর তথ্য মতে এই এডমিন রিভিউ ফিচারটির মাধ্যমে গ্রুপের সদস্যরা নির্দিষ্ট কোনো মেসেজকে এডমিনের কাছে রিভিউ করার জন্য পাঠাতে পারবেন। আর এডমিন রিভিউ করার পর সেটা গ্রুপের নীতিবিরোধী হলে মেসেজটি ডিলিট করতে পারবেন। এই এডমিন রিভিউ ফিচারটি এড করার ফলে কমিউনিটি গুলোতে মেম্বার ও এডমিনের সমন্বয় আরো দারুন হবে বলে মনে হচ্ছে।

আরো পড়ুন এয়ারটেল এমবি চেক 2023

এডমিন রিভিউ নামক এই নতুন ফিচারটি রিলিজ হলে সেটি গ্রুপ সেটিংস এর অপশনে যুক্ত হবে। গ্রুপের কোনো সদস্য রিপোর্ট করলে সেটি আলাদা একটা সেকশনে চলে যাবে আর এডমিন সেখান থেকে মেসেজটি রিভিউ করতে পারবেন। তবে এ ফিচারটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। সামনের বেটা আপডেটে এটি ব্যবহারকারীদের জন্য রিলিজ করা হতে পারে বলে মনে হচ্ছে।

এছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপ কিছু বেটা ভার্সনে “side-by-side” নামে একটি ফিচার এড করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট চালিয়ে যাওয়ার মধ্যেই অন্য চ্যাটে যেতে পারবেন। অনেকটা মাল্টিটাস্কিং এর মতো। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এছাড়াও অবাঞ্ছিত কলগুলো এড়িয়ে যাওয়ার জন্য একটি নতুন ফিচার নিয়েও হোয়াটসঅ্যাপ কাজ করছে।

হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত তার ব্যবহারকারীদের চাহিদা ও সুবিধার কথা চিন্তা করে নানাবিধ নতুন নতুন ফিচার এড করে চলছে। এসব নতুন নতুন ফিচারের মাধ্যমে এডমিনরা যেমন গ্রুপগুলোকে আরো দারুনভাবে ম্যানেজ করতে পারছেন। তেমনি গ্রুপের সদস্যরা ও নির্ঝঞ্ঝাট ভাবে গ্রুপে থাকতে পারছেন।

See also  আইফোন 15 এ বাটন থাকছে!