\

এয়ারটেল এমবি চেক 2023

আপনার এয়ারটেলের এমবি যাতে অপ্রত্যাশিতভাবে হুট করে শেষ হয়ে না যায় এজন্য নিয়মিতভাবে এয়ারটেল এমবি চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন এয়ারটেল এমবি চেক ২০২৩, এয়ারটেল এমবি চেক কোড, এয়ারটেল এমবি প্যাকেজ ইত্যাদি সম্পর্কে।

এয়ারটেল এমবি চেক
এয়ারটেল এমবি চেক

কারন আমরা প্রতিনিয়ত নানা কাজ যেমন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে এমবি ব্যবহার করে থাকি। তবে এসব ব্যবহার করার সময় আমাদের সবসময় খেয়াল রাখা প্রয়োজন যাতে অসময়ে এমবি শেষ না হয়ে যায়। এতে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যহত হতে পারে। আর এই ব্যাহত হওয়া থেকে বাঁচার জন্য নিয়মিতভাবে এয়ারটেল এমবি চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন আপনার এয়ারটেলে এমবি কতটুকু আছে সেটা জানা থাকলে আপনি অতি সহজেই হিসাব করে আপনার এয়ারটেলের এমবি খরচ করতে পারবেন।

তো চলুন দেখে নেয়া যাক যে কিভাবে আমরা এয়ারটেল এমবি চেক করবো। এক্ষেত্রে মূলত ৪ টি উপায় আছে।

  1. USSD দিয়ে
  2. অ্যাপ এর মাধ্যমে
  3. SMS পাঠিয়ে
  4. কলসেন্টারে ফোন দিয়ে

USSD দিয়ে এয়ারটেল এমবি চেক

প্রথমেই জান যাক USSD দিয়ে এয়ারটেল এমবি চেক কোড সম্পর্কে। এয়ারটেলের এমবি ব্যালেন্স চেক করার সবচেয়ে সহজ উপায় হল *3# ডায়াল করে আপনার Airtel মোবাইল নম্বরের কল বাটন টেপার মাধ্যমে। এটা করার কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি আপনার অবশিষ্ট ডেটা ব্যালেন্স সহ একটি SMS বার্তা পেয়ে যাবেন।

যদি আরো বিস্তারিতভাবে আপনার এমবির হিসাব জানতে চান তাহলে এর জন্য এই বিকল্প পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।

এজন্য *8444# ডায়াল করুন এরপর “Check Internet Balance” সিলেক্ট করুন৷ একটু পর আপনার বিস্তারিত এমবি মেসেজের মাধ্যমে চলে আসবে।

See also  শিক্ষার্থীদের জন্য অসাধারণ কিছু অ্যাপ | best 5 app for student

My Airtel App দিয়ে এয়ারটেল এমবি চেক

আপনার ফোনে যদি My Airtel App ইনস্টল করা থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার এয়ারটেল এমবি ব্যালেন্স চেক করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে Google playstore থেকে My Airtel App টি ইনস্টল করতে হবে। এরপর আপনার Airtel নম্বর দিয়ে লগ ইন করতে হবে। লগ-ইন করার পর আপনি সহজেই আপনার অ্যাপের ড্যাশবোর্ডে অবশিষ্ট ডেটা ব্যালেন্স দেখতে পারবেন। তাছাড়া, এই অ্যাপটি আপনাকে আপনার এমবি ব্যবহারের একদম রিয়েল-টাইম আপডেট প্রদান করবে, যার ফলে আপনি আপনার এমবি ব্যবহারের একদম বিস্তারিত জানতে পারবেন।

SMS পাঠিয়ে দিয়ে এয়ারটেল এমবি চেক

এবার আসা যাক SMS পাঠিয়ে অবশিষ্ট এমবির ব্যালেন্স জানার উপায় নিয়ে। এজন্য আপনাকে 121 এই নম্বরে “BAL” লিখে একটি SMS পাঠাতে হবে৷ অনেক সময় দেখা যায় USSD কাজ করে নানা বা ফোনে ইন্টারনেট নেই তখন আপনি এ পদ্ধতিটি ব্যবহার করতে পারেন।

কলসেন্টারে ফোন দিয়ে এয়ারটেল এমবি চেক

এছাড়াও সর্বশেষ যে উপায়টির কথা বলবো সেটি হলো ডিরেক্ট কলসেন্টারে কল করে আপনার বিস্তারিত এমবি ও অন্যান্য বিষয় জানা নিয়ে। এজন্য আপনাকে আপনার ফোনের ডায়ালপ্যাড থেকে 123 ডায়াল করতে হবে। ডায়াল করে কল বাটন চাপলেই কলসেন্টারে ফোন চলে যাবে। এরপর সেখানে বলে দেয়া নির্দেশনা অনুসরন করলেই আপনি আপনার এয়ারটেল এমবির ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন।

তো যাইহোক আজকের পোস্টে মূলত আলোচনা করা হলো কিভাবে এয়ারটেল এমবি চেক করা যায় সে সম্পর্কে। এখানে আমি ৪ টি উপায় দেখিয়েছি। আশা করা যায় এসব উপায় অনুসরণ করলে আপনার কাজ আরো সহজ হবে। আর সবসময় আপনার ফোনে পর্যাপ্ত এমবি রাখার চেষ্টা করবেন যাতে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যাঘাত সৃষ্টি না হয়। শুভকামনা সকলের প্রতি।