আইফোন 15 এ বাটন থাকছে!
আইফোন 15 সিরিজ আসছে প্রো এবং প্রো ম্যাক্স মডেল নিয়ে। কি থাকছে নতুন সিরিজে? আর পরিবর্তন ই বা কী হবে? তা নিয়ে পুরো টেক দুনিয়া মুখরিত হয়ে আছে। নেট দুনিয়ায় চাউর হওয়া খবর থেকে জানা গেছে যে সলিড স্টেট হেপটিক ধরনের বাটন যুক্ত করা হচ্ছে আইফোনে। নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করে বলছে আইফোনে এ প্রথাগত বাটন থাকা একেবারে নিশ্চিত প্রায়। ডিজাইন বিশেষজ্ঞরা বলছেন অ্যাপেল আল্ট্রা ওয়াচের মতো এ বাটন যুক্ত করছে অ্যাপেল। কারন অ্যাপেল ভক্তদের কাছে ওয়াচের ওই বাটনটি বেশ জনপ্রিয়তা পায়। সুতরাং আইফোনে এ বাটনটি যুক্ত হলে গ্রাহক চাহিদা আরো কিছুটা বাড়বে বলে মনে করছে অ্যাপেল।
আইফোন 15 সিরিজের শুধু প্রো মডেলে কিছুটা সীমাবদ্ধ থাকবে কেননা 15 মডেলের নিয়মিত সংস্করণে পুরনো মিউট সুইস বৈশিষ্ট্য দেখা গিয়েছিল। কিন্তু সবকিছুর সঙ্গে টেক্কা দিয়ে আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে দারুন রহস্য জাল তৈরি করেছে অ্যাপেল।
আরো জানা গিয়েছে যে এ ফ্লাগশিপ ফোনের পেছনে থাকবে দুর্দান্ত ক্যামেরা প্যানেল। ফোনটির ক্যামেরা সেন্সরে থাকতে পারে 5 থেকে 6 এক্স অপটিক্যাল জুম পেরিস্কোপ লেন্স। থাকছে সরু বেজেল বৈশিষ্ট্য। সরু বেজেল বৈশিষ্ট্য সম্পন্ন আইফোন ‘১৫ প্রো ম্যাক্স’ মডেল নতুন বিপ্লবের সূচনা করতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সম্ভবত এত সরু বেজেলের স্মার্টফোন বিশ্ব আগে কখনো দেখেনি। আইফোন 15 সিরিজে থাকছে (আইওএস ১৭) ইউজার ইন্টারফেস। আইফোন ১৫ (প্রো এবং প্রো ম্যাক্স) স্মার্টফোনে ৩ ন্যানোমিটারের ‘এ১৬ বায়োনিক’ চিপসেট থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বলা হয়েছে যে আসন্ন আইফোন 15 প্রো ডিজাইনে ভক্তরা নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন।
তবে প্রযুক্তি বিশ্লেষক কুও বলেছেন, আইফোন 15 প্রো এখন ইভিটি (ইঞ্জিনিয়ারিং ভ্যালিডেশন টেস্ট) এর ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। তাই এখনো পরিবর্তন পরিবর্ধনের সুযোগ রয়েছে।
তবে অ্যাপেল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ এ প্রো ম্যাক্স মডেল নিয়ে লুকোচুরি হচ্ছে বেশি। বিশ্লেষকদের ধারণার বাইরে গিয়ে নতুন কিছু নিয়ে হাজির হতে পারে আইফোন। তবে এত সব বুঝেও অ্যাপেল কতৃপক্ষ একেবারে নিশ্চুপ রয়েছে। প্রো ম্যাক্স নিয়ে কোনোভাবেই খুলছে না তাদের কুলুপ আঁটা মুখ।