আর ফাঁস হবে না ডাটা! আসছে চ্যাটজিপিটির নতুন সংস্করণ

আর ফাঁস হবে না ডাটা! আসছে চ্যাটজিপিটির নতুন সংস্করণ

আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা সংস্থা এবং ব্যক্তিগত ও গোপনীয় ডাটা নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর জন্য চ্যাটজিপিটির নতুন সংস্করণ আসছে বলে জানিয়েছে মাইক্রোসফট। এটি হচ্ছে মূলত একটি গোপনীয়তা-কেন্দ্রিক সংস্করণ।

চ্যাটজিপিটির নতুন সংস্করণ
চ্যাটজিপিটির নতুন সংস্করণ

ব্যাঙ্ক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং পণ্য বিপণন কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান, যারা প্রচুর পরিমাণে গোপনীয় ডেটা নিয়ে কাজ করে। এমন প্রতিষ্ঠানগুলোর কর্মীরা যাতে অসাবধানতাবশত AI বটের সাথে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কোনো তথ্য শেয়ার করতে না পারে এই ভয়ে ChatGPT এড়িয়ে চলার জন্য অনেক কোম্পানি বলেছে।

যেমন সাম্প্রতিক সময়ে স্যামসাং এর কর্মচারীরা ঘটনাক্রমে ChatGPT-এর মাধ্যমে কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ডেটা অসাবধানতাবশত ফাঁস করেছে বলে জানা গেছে। এর ফলে কোরিয়ান এই জায়ান্টটি তার কর্মীদের জন্য ChatGPT এবং অন্যান্য AI গুলোর ব্যবহার নিষিদ্ধ করেছে।

আরো পড়ুন Ai ব্যবহার বন্ধ করলো স্যামসাং

এর আগে JPMorgan Chase & Co., Bank of America Corp. এবং Citigroup Inc. জেনারেটিভ এআই ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিলো।

আর এসব ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসেছে OpenAI এবং Microsoft. The Information এর একটি প্রতিবেদন অনুসারে জানা যায় যে, Microsoft জানিয়েছে OpenAI এবং Microsoft উভয়ই এই সমস্যা সম্পর্কে সচেতন। তাই তারা এসব গ্রাহকদের ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে চ্যাটজিপিটির নতুন সংস্করণ আনার কথা জানিয়েছে। যেটি হবে একটি সম্পূর্ণ নিরাপদ ও ভিন্ন সংস্করণ।

তারা জানিয়েছে চ্যাটজিপিটির নতুন সংস্করণটি ডেডিকেটেড ক্লাউড সার্ভারে চলবে। আর এ সার্ভারগুলো ChatGPT এর মূল সার্ভারগুলোর সাথেও কোনো যোগাযোগ করবে না। অর্থাৎ সম্পূর্ণ আলাদা ভাবে চলবে। বলা যেতে পারে চ্যাটজিপিটির নতুন সংস্করণটি একটি বিজনেস প্লান।

উদাহরণস্বরূপ, যদি মাইক্রোসফট A এবং B দুটি কোম্পানির কাছে এই সার্ভিস বিক্রি করে তাহলে A এবং B কোম্পানির ডাটা আলাদাভাবে সংরক্ষণ করা হবে।

See also  DRS কি ও কেন? বিপিএলে DRS কবে আসবে | best DRS

এর ফলে যেমন ডাটা ফাঁস হওয়ার ঝুঁকি কমে যাবে তেমনি ডাটার নিরাপত্তা ও বৃদ্ধি পাবে।

তবে, এখানে একটি লক্ষণীয় বিষয় হল চ্যাটজিপিটির নতুন সংস্করণের জন্য নিয়মিত সংস্করণের চেয়ে ১০ গুণ বেশি ব্যয় করতে হতে পারে। বর্তমানে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশনের মূল্য $20 বিবেচনা করলে, চ্যাটজিপিটির নতুন সংস্করণ এর মূল্য মোটামুটি $200 বা তাঁর কিছু কম বেশী হতে পারে। তবে এটা যেহেতু গোপনীয়তা বজায় রাখার জন্য সার্ভিস সে হিসেবে যারা নিবে তাদের কাছে দামটা খুব বেশী নয় বলেই মনে হয়।

চ্যটজিপিটি ইতিমধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে বেশ ভালোভাবেই আকৃষ্ট করেছে। অনেক কোম্পানি এটিকে বেশ ভালোভাবেই গ্রহন করে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করছে বা করার পরিকল্পনা করছে। তবে এখানে ডাটার গোপনীয়তা একটি বড় বাধা। আর সে বাধা কে জয় করার জন্যই আসতে চলছে মাইক্রোসফটের চ্যাটজিপিটির নতুন সংস্করণ এর এই ‘ChatGPT Business’ প্লান। আশা করা যায় গোপনীয়তা রক্ষায় এটি ভালোভাবে ভূমিকা রাখবে।

Leave a Comment