মুস্তাক আহমেদ এর মধ্যবিত্ত শিরোনামে কবিতা

অন্যবাংলায় আজকে প্রকাশিত হলো মুস্তাক আহমেদ এর মধ্যবিত্ত, স্পর্ধা ও সম্পদ শিরোনামে ৩ টি চমৎকার কবিতা। আপনারা এই ৩ টি কবিতা পড়ুন ও আপনাদের মতামত জানান।

মধ্যবিত্ত
মধ্যবিত্ত
কবিতা-মধ্যবিত্ত
কলমে-মুস্তাক আহমেদ

মধ্যস্বত্বভোগী মধ্যবিত্ত সমাজ না কর্মের না যঞ্জের,
এদের স্থান শুধু সুবিধাভোগী ক্রীড়নকের।
সৃষ্টির চিন্তনে, বৃথা আকাশ সমান ভাবনায়;
মেরুদণ্ডবিহীন সংকোচে ভয়ে ভীত ক্রীতদাস রাজ।
সমাজে তাদের অবস্থান, ঘৃণাকে প্রকাশ না করে ঢেকে রাখে মনে-
অনুশোচনাহীন আত্মকেন্দ্রীক পরাঙ্মুখ অব্যবহার্য বস্তু সমান;
দিগভ্রান্ত পথিকের নাভিশ্বাস ওঠে এক কদর্য দৃষ্টান্তে।

গর্দভের মোটা চামড়া হার মানে,
মুখ বুজে সহ্য করে
ঘটে যাওয়া ঘটনাগুলির সখ্যতায় বেঁধে রাখে নিজেকে,
ভবিতব্যের সুদিন আসে নির্মোক ক্যাঙারু শাবকের থলিতে বসে আরাম প্রিয়তার,
নির্ভেজাল সন্তুষ্টিতে।
ব্যষ্টির চিন্তার আড়ষ্ট আড়ম্বরতায় শহীদ ক্ষুদিরাম’কে ও তুলনা টেনে মর্যাদার হানি করে পদে পদে।
অনাকাঙ্খিত জীবনের বৃথা আশায় আস্ফালন শতগুণ ;
ভাঙা কলসির আওয়াজে বিভোর নীরোর বাদ্যের প্রতিধ্বনি,
নান্দনিকতার আকর্ষণীয় চমক।

মাটির চা খাওয়া ভাঁড়ের উল্টো দিকের মতো ভুঁড়ি বাগিয়ে পুতিনের সমালোচনায় দিক নির্দেশ করে অবলীলায় অথচ স্বীয় সত্তা,স্বতন্ত্র অধিকারে ভিক্ষাবৃত্তির লালসায় দ্বিধা সংকোচহীন।
আবেগ- উচ্ছ্বাস,হাসি-সন্ত্রাস সবই করে যতটুকু উপরের নির্দেশ ঠিক ততটুকুই।
মাথা তুলে বাঁচা এ বড়ো বিশাল খাঁচা,
তাই শুধু কথা মতো কাঁচা তুলে না-চা-চা।

কাঠগড়ায় নিশ্চুপ মধ্যবিত্ত বিবেক,
আর্তি-আকুতিতে ঝঞ্ঝাট কেবল।
ধর্ম-বর্ণ-জাতি,ভেদা-ভেদ সাথী,
তারই অন্তরালে কোলাকুলি করে এক সংশয় জাতি।
ক্ষমতা ও অর্থের দম্ভে ঠুলি পরে রিরংসায় মাতামাতি।
শ্লথগতি ভাঙাচোরা দোলনায় মৃদুমন্দ বাতাসে প্রায় নিভন্ত প্রদীপ,
আশা জাগায় তিমিরে বিলাসী হয়ে;
কামনার গলায় দড়ি দিয়ে বাসনা আগন্তুক,
নঞর্থক উদারতায় আন্তরিকতা বিতাড়িত।

ভাবতে বসে কাবু,
হঠাৎ চেতনায় যবুথবু।
মগ্নচৈতন্যে হাঙর নামক শোষকের স্বপ্ন ভঙ্গ,
বিভেদের স্বপ্নে আস্ফালন বিভঙ্গ।
কড়িকাঠে মাথা তবু নীতিহীনতায় শান্ত -এ জীবন।
বৃহৎ গণতন্ত্রের দেশে দুর্বৃত্তেরা ও আপন জগৎ গড়ে তুলেছে আপনার মতো করে তাই আজ তারা কত সুখে!
আকাশচুম্বী প্রাসাদে
তাতে এসক্যালেটর সাথে।
বেহিসেবী চৌর্য্যবৃত্তে,লালসা চটুল দুর্দান্ত চাটুকারিতার ছন্দে, এক লগ্নে জন্ম
ধ্বংসের ইবাদতখানায়।

See also  সাপ্তাহিক কবিতা সমগ্র ৩

ঞ্জান প্রদীপ জ্বেলে, সদাশয় শিক্ষারত্ন পেলে,
যা কাঙ্ক্ষিত সংস্কৃতি জগতের বিদগ্ধজনের,
সেটাও নিলে বাকি রইল মদ্যপ ভাঁড়ারের শীর্ষ শিরোপা।

কবিতা-স্পর্ধা
কলমে-মুস্তাক আহমেদ

মানুষ অনেক সাজানো গল্প শুনেছে, এখন তারা কিছু বলতে চায়।
বলতে দেবার অধিকার কাড়বার স্পর্ধা নেই, তোমার।
অস্ত্রধারী গুন্ডা লেলিয়ে ঠান্ডা করবার দৌরাত্ম বন্ধ হোক।

মানুষের খাদ্য -স্বাস্থ্য -কর্ম -সংস্থানের দায়িত্ব নিয়ে তাতে ফাঁকি;
আজকে বলতে দিতে হবে-
খোলা আকাশের নিচে রাস্তার ধারে,গাছের তলায় অসহায় মানুষ উগরে দিচ্ছে ক্ষোভ।
চারিদিকে চোখ তুলে দেখ,
ছাত্র-ছাত্রী,কৃষক-শ্রমিক-মজুর-কর্মচারী জীবন জীবিকার সংকটে ভুগছে;
লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।
তাই লাখো লাখো নর-নারীর আজ সংগ্রামে হাতেখড়ি।

সুবিধাভোগী মোমবাতি জীবি দল,
বিরিয়ানির ঢেকুর তুলে
নেড়ী কুত্তার মতো বেঘোরে ঘুমায়
ঠান্ডা ঘরে শুয়ে।
তোমাদের খাতির করে তাই –
স্বার্থান্বেষী মোমবাতির ফেরিওয়ালা,
বর্গিরদল গাঁটছড়া বেঁধে আছে ;
শাসকের সুশীতল ছায়াতলে।
তবে এর বিপক্ষে রয়েছে বৃহত্তর গণ আবেদন।

কবিতা – সম্পদ
কলমে-মুস্তাক আহমেদ

এ পৃথিবীর আকর্ষণীয় মানব সম্পদ,
যার সৌন্দর্যে আলোকিত ও উদ্ভাবনীতে মহাবিশ্ব।
শক্তির লৌহ কঠিন দাপটে মানব সন্তান বিভাজিত।
একদিকে ক্ষুধা-তৃষ্ণা,পোশাক -পরিচ্ছদ গৃহহীন অতৃপ্তির বৈধব্যে, কিংবা
সকেট,বুলেট, রাসায়নিক ও পরমাণু বোমার খাঁচায় বন্দী।
সভ্যতা ও সংস্কৃতির তাজা খাপে সে অলৌকিক নান্দনিকতা।
তাদের শ্রমের মূল্য বৃথা,
তাই উন্মাদ ইতিহাসে অনুপস্থিতির ত্রাস।
অত্যাচার,অনাচার সহ্য করে
যারা গড়েছে সর্বাধিক শ্রমে,
তাদের কথা ড্রয়ারের খাপে বন্দী।

আর, যারা শ্রম দিয়েছে নগণ্য,
তারাই বেশির ভাগ সম্পদের অগ্রগণ্য ;
বিলাস,বিনোদন ও পরিতৃপ্তির ইতিহাসে,
তাদের জীবন আজ ও আচ্ছন্ন।
তাদের কৌশল, জোর,দাপট ও নির্মম অত্যাচার জুলুমে ভীত সন্ত্রস্ত বিবর্তন ও সভ্যতার কান্ডারী পরিশ্রমী সন্তান।
তাই ভবিষ্যত নিশ্চিত
সমতার নবাগম,
ক্ষমতার নয়।

অন্যবাংলা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরো পড়ুন

হারানোর পথে পাখির কলকাকলি
ছোট গল্প: মায়ের চিঠি
দেশলাইয়ের বাক্স
ধারাবাহিক গল্প মামলাণু (১ম পর্ব)
ধারাবাহিক গল্প মামলাণু ২য় পর্ব
ধারাবাহিক গল্প মামলাণু শেষ পর্ব
চিত্তরঞ্জন দেবভূতি এর শীতের কবিতা
রাজযোটক - সুমিতা চৌধুরীর গল্প
সুশান্ত সেন এর কবিতা মালভূমি, একদিন ও অস্থির
আমাদের সাথে যুক্ত থাকুন

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন