অন্যবাংলায় আজকে কবিতা সমগ্র ১ এ প্রকাশিত হলো কবি ইকাবুল সেখ, কাজল মৈত্র, অভিজিৎ দত্ত ও তনিমা হাজরা এর কবিতা সমগ্র ১ শিরোনামে ১২ টি চমৎকার কবিতা। আপনারা এই কবিতা সমগ্র ১ এর কবিতাগুলো পড়ুন ও আপনাদের মতামত জানান।
কবিতা সমগ্রের কবিতা পড়বো কিভাবে? কবিতাগুলো পড়ার জন্য সূচিপত্রে লেখা কবির নাম অথবা কবির কবিতার উপর ক্লিক করুন। দেখবেন কবিতা আপনার স্ক্রিনে চলে এসেছে
কবি ইকাবুল সেখ এর কবিতা
অন্যবাংলায় আজকে কবিতা সমগ্র ১ এ প্রকাশিত হলো কবি ইকাবুল সেখ এর ৩ টি চমৎকার কবিতা। আপনারা কবিতা সমগ্র ১ এ কবি ইকাবুল সেখ এর কবিতাগুলো পড়ুন ও আপনাদের মতামত জানান।
কবি ইকাবুল সেখের জন্ম ২০ নভেম্বর ২০০৩ সালে নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত জগন্নাথপুর গ্রামে। পিতার নাম নজরুল সেখ ও মাতার নাম সাহিদা বিবি। প্রাথমিক শিক্ষা মদনমোহন টি এ গার্লস প্রাইমারি স্কুলে।পরে সুধাকরপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি আইন বিভাগের ছাত্র। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতার সাথেও যুক্ত তিনি। বাংলার বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখেন। লেখার সুবাদে ২০২১ সালে পেয়েছেন সৃজনশীল সাহিত্য সম্মান ও মণিরত্নম সাহিত্য পুরষ্কার। ২০২২ সালে " ম্যাজিক বুক অফ রেকর্ডস"এর পক্ষ থেকে পেয়েছেন অ্যাওয়ার্ডও।কবির একক কাব্যগ্রন্থ শেষ প্রহরের অন্তমিল বই টি এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে।
রক্তাক্ত অহংকার
মায়ের মতই আপন
আমার মাতৃভাষা।
ভাষাকে দিতে যোগ্য মর্যাদা
হয়েছে কত মায়ের বুক ফাঁকা।
রক্তের লাল রং
বাধাহীন নদীর স্রোত।
শূন্যে কান রাখলেই
বিপন্ন মানুষের তীব্র আর্তনাদ।
বিশ্বব্যাপী বাংলার স্বীকৃতি
অহংকারের একুশে ফেব্রুয়ারি।
অবচেতনার স্নায়ু ছুঁয়ে গেলে
যেন রক্তের কালচে দাগ
রক্তের গৌরবময় ইতিহাস।
ভাষা
একুশে ফেব্রুয়ারি
বাঙালির বুকটা গর্বে ভরে ওঠে।
রক্তাক্ত ভাইদের মরদেহ দেখে
আমার মায়ের বুকটা কান্নায় ভাসে।
শহীদ ভাইয়ের রক্তে প্রতিষ্ঠিত হলো,
বাংলা ভাষার অধিকার।
আকাশে বাতাসে মুখরিত হলো,
বাংলা ভাষার প্রতিটা অক্ষরের কোলাজ।
হাজার বুলেট আর বারুদের গন্ধ
বাংলা ভাষাকে এনে দিলো
গৌরবময় এক স্বর্ণালী অধ্যায়।
নষ্ট ভালোবাসা
ফুলের পাঁপড়ি তে ঘুনের আভাস
শরীরের আগুন আমার দুহাত।
পথের ধারে নষ্ট গোলাপ
পচা জলে জলজ প্রাণীর সহবাস।
বনস্পতি তে প্রেমের আলাপন
দাবানলের আগুনে প্রেম পুড়ে ছাই।
স্পর্ধা নামে নিশিরাতে তোমার অঙ্গে
গলিত লাভার মতো বিচরণ করছি।
ক্ষিদে পেটে রুগ্ন শরীরে,
শরীরের জ্বর মেপেছি।
কাজল মৈত্র এর কবিতা
অন্যবাংলায় আজকে কবিতা সমগ্র ১ এ প্রকাশিত হলো কাজল মৈত্র এর ৩ টি চমৎকার কবিতা। আপনারা কবিতা সমগ্র ১ এ কাজল মৈত্র এর কবিতাগুলো পড়ুন ও আপনাদের মতামত জানান।
কাজল মৈত্র কর্মসূত্রে রানাঘাটের বাসিন্দা। অবসরের পর লেখা লেখিতে ব্যস্ত হয়ে পড়েছি। স্কুল কলেজ লাইফে দেওয়াল পত্রিকায় লেখালেখি করতাম। কবিতা পড়তে ভালো লাগে।
ইস্টবেঙ্গলী
এই দেশ আমার নিঃশ্বাস
আমার ভালবাসার প্রগাঢ় বিশ্বাস
এই জ্যোৎস্না ভেজা রাত্রি
বৃষ্টি গুঁড়ির গন্ধ মাখা মাটি
আমার জন্মভূমি, আমার মাতৃভাষা ।
আমি নাকি ইস্টবেঙ্গলী
অপরিচিতর ভাষায় কথা বলি
ছেঁড়া ফ্যাৎনায় পড়ে আছে কত পদ্মার জল
আমারা নাকি ইস্টবেঙ্গল
নাক কুঁচকানো ছোটোলোক ভাষা নাই আর ।
ভুল ছবি
তোমায় নিয়ে কবিতা লিখি আমি
তোমায় নিয়ে ভুলের ছবি আঁকি
রাত নামুক গাছের শাখায় শাখায়
প্রেম জ্বলুক ব্যর্থ কবিতায় ।
ভালবাসাতো ভুলে থাকতে চাই
আরও কিছুদিন একা বাঁচতে চাই
বছর ঘুরে আসব আমি আবার
দুহাত দিয়ে আঁকব ছবি তোমার।
স্বাধীনতা
স্বাধীনতা মানে স্থির ধ্রুবতারা
স্বাধীনতা হল ক্ষুধাতুর সর্বহারা
স্বাধীনতা মানে দীর্ঘজীবী সুখ
স্বাধীনতা দুশো বছরের অসুখ ।
তনিমা হাজরা এর কবিতা
অন্যবাংলায় আজকে কবিতা সমগ্র ১ এ প্রকাশিত হলো তনিমা হাজরা এর ৩ টি চমৎকার কবিতা। আপনারা কবিতা সমগ্র ১ এ তনিমা হাজরা এর কবিতাগুলো পড়ুন ও আপনাদের মতামত জানান।
তনিমা হাজরার জন্ম ১৯৬৮ সালের ২৪শে ডিসেম্বর বাঁকুড়ায়। লেখাই তাঁর বাঁচতে চাওয়া আর বাঁচাতে চাওয়ার চাবিকাঠি।। কবিতা ছাড়াও লেখেন অনুগল্প, মুক্তগদ্য, রম্যরচনা, প্রবন্ধ, বড়োগল্প,ভ্রমণ কাহিনী,উপন্যাস। বিভিন্ন ই-ম্যাগ ও লিটিল ম্যাগাজিনে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। তাঁর নিজস্ব বেশ কিছু কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত।।
কবিতা (১)
এ পোড়া কবিতা নিয়ে
শুধু নিজে পুড়ে যায় কবি
গ্রাহ্য করে না এর আগুনের দাম কোনো রাষ্ট্রনেতা,
ধার্য্য করে না কোনো পাঠক
এর অর্থের তন্ময়তা,
সহ্য করে না কালচক্র
এর শব্দের অবিনশ্বরতা
উহ্য রেখে যায় প্রেমিক
এর বর্ণের মাদকতা,
সন্নাহ্য স্রোত প্রতিকূলতায়
অন্ত:সলিলা হয় সময়ের সোঁতা,
তবুও,
দিনের আলোর প্রভার মতন
অদৃশ্য বাতাসের অস্তিত্বের মতন
সূর্যের উত্তাপের মতন,
সবুজের ব্যাপ্তির মতন,
সমুদ্রের গর্জনের মতন
কী স্বতঃস্ফূর্ত এই উচ্চারণ।।
কবিতা (২)
তুমি যখন আঘাত করো
আমার সঠিক যোগ্যতায়,
প্রত্যয়কে হ্যাঁচকা টানে
নামিয়ে আনো চৌরাস্তায়,
টুকরো আমার ভগ্নদশার
বেবাক মজা দেখো,
আমার হাতে ভিক্ষাপাত্র
দিব্যি ধরিয়ে রাখো,
আমি তখন বারুদ সাজাই
খুব গোপনে,
আমি তখন বুনতে থাকি ফাঁসির দড়ি
খুব গোপনে, খুব গোপনে……
কবিতা (৩)
জানি তুমি সাথ দেবে না অসময়ে
এসব ভেবেই রাত রেখেছি নিজের ভাগে রয়েসয়ে,
জানি আমি এপথ আমার একলা হাঁটার, অগ্নিশপথ ধারণ গুমোর নয় তো সবার,
প্রতিদিন তো হাঁটে সবাই, কিন্তু সত্যি এগিয়ে যায় কয়জনা, এমন করে পদক্ষেপকে আর কোরো না বঞ্চনা,
পথ তো জানে কার পায়ের স্পর্শে ধন্য সে, তাই সাধ্যমতো ধুলো দিয়ে আদর করে নিভৃতে,
চলো হাঁটি পরিব্রাজক মন্ত্র নিয়ে সত্যিকারের পদব্রজে, কাঁকর ভাঙি অধিকারের প্রবল তেজে,
রাস্তা কখন পথ হয়ে যায় কেউ কি জানে, গ্রন্থিচ্যুত মোতিগুলি ফের গেঁথে নাও সন্নিধানে।।
অভিজিৎ দত্ত এর কবিতা
অন্যবাংলায় আজকে কবিতা সমগ্র ১ এ প্রকাশিত হলো অভিজিৎ দত্ত এর ৩ টি চমৎকার কবিতা। আপনারা কবিতা সমগ্র ১ এ অভিজিৎ দত্ত এর কবিতাগুলো পড়ুন ও আপনাদের মতামত জানান।
অভিজিৎ দত্ত, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম। কবি, শিক্ষকও সাংবাদিক।স্কুল জীবন থেকে লেখালেখির শুরু।একাধিক পত্র, পত্রিকায় লিখেছেন বা লিখে চলেছেন। ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থে এ পর্যন্ত পাঁচটি বই এ তার লেখা বেরিয়েছে।তার নিজস্ব কাব্যগ্রন্থ, কাব্যের ঝংকার, এবার বইমেলায় বেরিয়েছে।লেখালেখির জন্য একাধিক পুরষ্কার, শংসাপত্র ও সম্মাননা পেয়েছেন ও পাচ্ছেন। তার নির্বাচিত রচনাবলী, চেতনা,প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে কাব্যেরঝড় ও কাব্যের ঝর্ণা।শিক্ষা,সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত।২০২৩ এর ১৫ই জানুয়ারি আলোর দিশা প্রকাশন থেকে কোলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল এ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার সম্ভার ও সেরা কবিতার সম্ভার বই দুখানি প্রকাশিত হয়।
মাতৃভাষা
বাংলা মোদের মাতৃভাষা
বাংলা মোদের গর্ব
বাংলায় তাই কথা বলা আমাদের পছন্দ ।
বাংলায় কথা বলার অধিকার
একদিন ছিল না পূর্ব বাংলার
তারজন্য জীবন বাজি রেখে
তারা করেছিল মরণপণ লড়াই
শেষ পর্যন্ত শাসকের কাছ থেকে
বাংলা ভাষায় কথা বলার
অধিকার করেছিল আদায়।
একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা জন্যে
প্রাণ দিয়েছিলেন অনেকে
রফিক, সালাম, বরকত, জাব্বারের
লড়াই হয়নি বিফল
সারা বিশ্বে মর্যাদার সঙ্গে আজ
মাতৃভাষা দিবস হচ্ছে পালন।
বিভ্রান্ত
শান্তি, মৈত্রী, অহিংসার পূণ্যভূমি
ভারতবর্ষ আজ অশান্ত
ধর্মীয় গোঁড়ামী, কুসংস্কার, দূর্নীতি
লোভ,হিংসা, মানুষে-মানুষে ভেদাভেদ
দেখে আজ আমি ক্লান্ত, বিভ্রান্ত।
বুদ্ধদেব, বিবেকানন্দ, নানক,চৈতন্য
বিদ্যাসাগর,রবীন্দ্রনাথ, গান্ধী,সুভাষের মতো
মনীষারা যে দেশে জন্মেছে
সেই দেশ আজ কেন কলঙ্কিত?
তাই আজ আমি বিভ্রান্ত।
স্বাধীনতা সংগ্রামী ,শহীদদের স্বপ্ন,
আজ যেন ডাস্টবিনের আবর্জনার
মতো ,মনে হয় পরিত্যক্ত।
ন্যায়,নীতি,সততা
মহাপুরুষদের আদর্শ’
আজ মনে হচ্ছে ভূলুণ্ঠিত।
অসত্য, অন্যায়, অবিচার ,ব্যাভিচারের
আজ এতই বাড়বাড়ন্ত
সঠিকভাবে বেঁচে থাকতে পারবো কিনা
তাই নিয়ে আমি খুব শঙ্কিত ।
দেশের বতর্মান পরিস্থিতিতে
তাই আজ আমি খুব বিভ্রান্ত।
কর্তব্য
সব মানুষই জীবনে
বাঁচতে চাই
কিন্ত কেন কোনো ভাল কাজে
আগ্রহ নাই?
মানব জন্ম দুর্লভ জন্ম
যা মানুষ একবারই পাই
তাহলে একে ভালো কাজে লাগাতে
কেন মানুষের আগ্রহ নাই?
উৎসবে,অনুষ্ঠানে কিংবা বিনোদনে
নিজেদের বিলাস-ব্যসনে
মানুষ দেদার খরচ করে
একটুকুও খরচ করা যায় না
অসহায় মানুষের কল্যাণে?
আসলে প্রকৃত শিক্ষার
অভাব আজ সর্বত্র
ধর্ষণ, ইভটিজিং এর মতো ঘটনার
আজ তাই এতো বাড়-বাড়ন্ত।
গুরুজনদের করে না শ্রদ্ধা
নিজেদেরই ভাবে সবজান্তা
সমাজে এইভাবেই বিশৃঙ্খলা বাড়ে
সমাজ এইভাবেই শেষ হবে
খারাপ মানুষের অনাচারে।
চলুন জেনে নেই কবিতা সমগ্র সম্পর্কে
কবিতা সমগ্র কি?
কেন এই কবিতা সমগ্র?
আমি কিভাবে কবিতা সমগ্রে লিখব?
কবিতা সমগ্র কবে প্রকাশিত হয়
আরো পড়ুন হারানোর পথে পাখির কলকাকলি ছোট গল্প: মায়ের চিঠি দেশলাইয়ের বাক্স ধারাবাহিক গল্প মামলাণু (১ম পর্ব) ধারাবাহিক গল্প মামলাণু ২য় পর্ব ধারাবাহিক গল্প মামলাণু শেষ পর্ব চিত্তরঞ্জন দেবভূতি এর শীতের কবিতা রাজযোটক - সুমিতা চৌধুরীর গল্প সুশান্ত সেন এর কবিতা মালভূমি, একদিন ও অস্থির মুস্তাক আহমেদ এর মধ্যবিত্ত শিরোনামে কবিতা টিনটিনের কৌটো
আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল এ যুক্ত হন