শিক্ষার্থীদের জন্য অসাধারণ কিছু অ্যাপ
আজকের ব্লগ পোস্ট এ আলোচনা করা হবে শিক্ষার্থীদের জন্য অসাধারণ কিছু অ্যাপ নিয়ে। বর্তমান সময়ে শিক্ষা সহায়ক হিসেবে রয়েছে শিক্ষার্থীদের জন্য অসাধারণ কিছু অ্যাপ। যেসব অ্যাপ নানাভাবে বিভিন্ন কিছু শিখতে সহায়তা করবে। লেখাপড়া বর্তমানে অনেকটাই সহজ হয়ে গিয়েছে আধুনিক নানা প্রযুক্তিগত সুবিধার কল্যানে।

ইংরেজি শেখার অ্যাপ
Duolingo:
আমরা অনেকেই বিভিন্ন ভাষা শিখতে আগ্রহী। বিশেষত বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছা থাকলে ভাষা শিখাটা অত্যন্ত জরুরি। অনেক দেশ আছে যেখানে দেশীয় ভাষা শিখে গেলে এক্সট্রা বেশ কিছু সুবিধা পাওয়া যায়। যেমন জার্মানিতে জার্মান ভাষা শিখে গেলে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। আর এ ভাষা শেখার জন্য অসাধারণ কিছু অ্যাপ এর মধ্যে সবচেয়ে ভালো সহায়ক হতে পারে এই অ্যাপ টি। সম্পূর্ণ ফ্রী এই অ্যাপ টিতে আপনি একদম বিনামূল্যে ভাষা শিখতে পারবেন। এখানে আরবি, হিন্দি, লাতিন, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ সহ মোট ৪০টি ভাষা শেখার ব্যবস্থা রয়েছে।
এই অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করার মাধ্যমে খুব সহজেই ভাষা শেখা যাবে। ভাষা শেখার জন্য এখানে রয়েছে প্র্যাকটিস টেস্ট ও পয়েন্ট অর্জনের ব্যবস্থা। আর সেই পয়েন্ট দিয়ে নতুন ‘স্টোরি’ খুলে ভাষা শেখা হবে আরো আকর্ষণীয় ও সহজ।
গনিত শেখার অ্যাপ
Qanda:
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ হলো এই Qanda। বিশেষত গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এর সুবিধা অতুলনীয়। এটার ফ্রী ভার্সনে যেসব সুবিধা আছে তা অন্যান্য অ্যাপ এ ফ্রীতে নেই। যেমন এটায় রয়েছে একটা সমস্যার সমাধান ধারাবাহিকভাবে দেখার সুবিধা। যা অন্য অ্যাপ গুলোতে প্রিমিয়াম ভার্সনে থাকে।
এই অ্যাপ টিতে আপনি আপনার ম্যাথটির ছবি তুলে দিলেই সেটার সমাধান চলে আসবে। পাশাপাশি রয়েছে ক্যাল্কুলেটরের মাধ্যমে সমাধানের ব্যবস্থা।
তাছাড়া এখানে রয়েছে কমিউনিটি সিস্টেম যেখানে আপনি আপনার সমস্যাটির ছবি তুলে পোস্ট করলে কমিউনিটির অন্য সদস্যরা সেটি পারলে সমাধান করে দিবে।
এখানে আরো রয়েছে সরাসরি শিক্ষকের কাছে জিজ্ঞেস করে সমাধান পাবার সুবিধা। যেখানে শিক্ষক আপনার জিজ্ঞাসা অনুযায়ী আপনাকে সমাধান দিবে। তবে এজন্য আপনাকে টাকা দিয়ে কয়েন কিনে এরপর সরাসরি যোগযোগ করা যাবে।
তবে এখানে ফ্রীতেই যথেষ্ট রিসোর্স আছে। সুতরাং খুব একটা প্রয়োজন হয় না প্রিমিয়াম সাপোর্টের। সুতরাং এখানে যেসব অসাধারণ কিছু অ্যাপ এর কথা আলোচনা করা হয়েছে তার মধ্যে এটি অন্যতম।
বাড়ির কাজ সমাধান করার অ্যাপ
Chegg:
Chegg হলো একটি আমেরিকান অনলাইন টিউটোরিং কোম্পানি যারা মূলত স্কুল শিক্ষার্থীদের হোমওয়ার্ক এর সমাধান করে তা অনলাইনে সরবরাহ করে | আর এজন্য তাদের প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ভাবে বিশেষজ্ঞ শিক্ষক প্যানেল রয়েছে। যারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান করে যাচ্ছে।
তবে এখানে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে। তাহলেই শুধুমাত্র Chegg এর বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।
নির্ভুল ইংরেজি লেখার অ্যাপ
Grammarly:
আমরা অনেক সময় ফ্রী হ্যান্ড রাইটিং প্রাক্টিস করার পর সেটার নির্ভুলতা নির্ণয় নিয়ে একটু সমস্যায় পড়ে যাই। আর এ সমস্যা থেকে পরিত্রান পাবার জন্য একটি চমৎকার অ্যাপ হলো grammarly। এই অ্যাপ টি ইংরেজী লেখার গ্রামার চেক করে দেয় এবং দেখায় দেয় যে কোথায় কোথায় ভুল হয়েছে। পাশাপাশি এটি আরো বলে দেয় যে এই ভুলটি কীভাবে ঠিক করা সম্ভব।
গ্রামার ঠিক করার পাশাপাশি এটি আরো বেশ কিছু এক্সট্রা সুবিধা দেয়। যেমন, এটি বানান শুদ্ধ করতে সাহায্য করে, শব্দের পারিভাষিক শব্দ সাজেষ্ট করে, লেখা রি-রাইটিং করতে সাহায্য করে, লেখায় প্লাগারিজম খুজে বের করতে সাহায্য করে।
এটায় প্রিমিয়াম এবং ফ্রী ২ টা ভার্সন ই আছে। প্রিমিয়াম এ এক্সট্রা কিছু ফিচার পাবেন যেটা ফ্রী তে পাবেন না। তবে ক্রোম এক্সটেনশন ব্যবহার করে আরো কিছু ফিচার ফ্রী তে পেতে পারেন। নির্ভুল ইংরেজি লেখার অ্যাপ হিসেবে এটির কাজ সত্যিই অসাধারন।
বিজ্ঞান বিষয়ক সহায়তা পাওয়ার অ্যাপ
Brilliant:
এখানে আলোচনা করা অসাধারণ কিছু অ্যাপ এর মধ্যে একটি হলো Brilliant। যা একটি চমৎকার শিক্ষামূলক অ্যাপ। এখান থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান এর নানা বিষয়ে সাহায্য পেতে পারে। এখানে বীজগণিত, বিভিন্ন জটিল গাণিতিক যুক্তি, জ্যামিতি, পরিসংখ্যান, ক্যালকুলাস, কম্পিউটার সাইন্স ইত্যাদি বিষয়ের ওপর প্র্যাকটিস, টিপস, টিউটোরিয়াল ভিডিও এবং বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়।
তবে এটিতে আপনি ৭ দিনের ফ্রী ট্রায়াল পাবেন। এরপর আপনাকে মাসিক ভিত্তিতে টাকা পরিশোধ করে সার্ভিস নিতে হবে। তবে নিয়মিত মেইল চেঞ্জ করে আপনি সার্ভিস কন্টিনিউ করে যেতে পারেন।
ব্লগ ভিত্তিক লেখার জন্য সেরা অ্যাপ
Byjus:
এই অসাধারণ কিছু অ্যাপ এর তালিকায় অন্যতম একটি নাম হলো Byjus। এটি একটি চমৎকার শিক্ষামূলক অ্যাপ। এটির মাধ্যমে শিক্ষার্থীরা নানা ভাবে শিক্ষাবিষয়ক সহায়তা পেতে পারে। byjus এর সবচেয়ে ভালো একটি ফিচার হলো এর ব্লগ। যেখানে পর্যাপ্ত রিসোর্স আছে শিক্ষার্থীদের জন্য। এটার রিসোর্স এতটাই সমৃদ্ধ যে এখানে মোটামুটি সকল ধরনের আর্টিকেল ই পাওয়া যায়। মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেণ্ট অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এ সবচেয়ে ডায়নামিক শিক্ষামূলক ওয়েবসাইট/ অ্যাপ।
এদেশীয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল রিসোর্স এখানে সহজেই পাওয়া যায়। এছাড়া রয়েছে নানারকম টিউটোরিয়াল।
ইংরেজি শেখার অ্যাপ
গণিতে ভালো করার উপায়
এসব অ্যাপ গুলো ব্যবহার করার মাধ্যমে যেকোনো গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করা যাবে। আর বিশ্লেষন দেখার মাধ্যমে খুব সহজেই ম্যাথ করার প্রসেস সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল এ যুক্ত হন
আরো লেখা ওয়ার্ডপ্রেস থিম কি |ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে বিস্তারিত DRS কি ও কেন? শিক্ষার্থীদের জন্য অসাধারণ কিছু অ্যাপ | best 5 app for student ফেসবুকে @everyone হতে বাঁচার উপায় চিড়া কি? চিড়া খাওয়ার উপকারিতা