টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) ফিচার আসছে

টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) ফিচার আসছে

টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন
টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন

এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) ফিচার আনার কার্যক্রম চলছে। টুইটার ২০১৮ সালে এটি নিয়ে বেশ কিছু পরীক্ষা করলেও চূড়ান্তভাবে এটিকে আনে নি ব্যাবহারকারীদের জন্য। তবে ইলন মাস্ক কোম্পানিটি অধিগ্রহন করার পর থেকে প্রতিনিয়ত বদলাচ্ছে টুইটারের পরিস্থিতি। ইতিমধ্যে ৩০০০ এর বেশি কর্মচারী কে ছাটাই করা হলেও টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) কবে থেকে চালু হবে তা স্পষ্ট করে জানা যায় নি। কারন কোম্পানিটির মূল ফোকাস এখন ২৯ নভেম্বর twitter blue কে পুনরায় চালু করা।

অফিসিয়াল ভাবে তথ্যটি না জানানো হলেও মূলত গবেষক জেন মাঞ্চুন ওং (@wongmjane) এর একটি টুইট ঘিরে ই শুরু হয়েছে যে টুইটারে (E2EE) ফিচার যুক্ত করা নিয়ে জল্পনা-কল্পনা। টুইট টিতে গবেষক জেন মাঞ্চুন ওং (@wongmjane) অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য টুইটারে কোডের কয়েকটি লাইন লেখা সংবলিত ছবি দিয়েছেন, যাতে বোঝা যাচ্ছে যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) ফিচার চালু করার কাজ চলছে।

তবে এ জল্পনায় আরো রসদ জুগিয়েছে এলন মাস্কের উত্তর। তিনি টুইটটির নিচে একটি চোখ মেলে টাইপের ইমোজি দিয়েছেন। ধারনা করা হচ্ছে ফিচারটির উন্নয়ন কার্যক্রম চলছে এবং এটা যে শীঘ্রই টুইটারে যুক্ত হবে সেদিকে ইঙ্গিত করেই এই উত্তরটি দিয়েছেন এলন মাস্ক।

তবে মাস্ক এর আগেও টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) ফিচার যুক্ত করা নিয়ে কথা বলেছিলেন। আর সে গুরুত্বের প্রতিফলনই হতে যাচ্ছে টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) যুক্ত করা।

তবে সাম্প্রতিক কর্মী ছাটাই, ব্লু টিক বিড়ম্বনা এসব কারনে হয়ত কিছুটা বিলম্ব হতে পারে টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) ফিচার চালু করা।

কারন টুইটার কেনার পর থেকে খরচ কমানোর জন্য ৫০ ভাগ কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে টুইটার বস এলন মাস্ক। যার কার্যক্রম হিসেবে প্রতিদিন ছাটাই হচ্ছে কর্মীরা।
এছাড়া ও ব্লু টিক দেয়ার জন্য পে করার অপশন চালু করেছিল টুইটার। এর ফলে যে কেউ নির্দিষ্ট পরিমান টাকা পরিশোধ করে ব্লু ব্যাজ নিতে পারতেন। আর এটা করার ফলে ই হয়েছে বিড়ম্বনা। অনেক নামি প্রতিষ্ঠান আর ব্যাক্তিদের নামে ভেরিফাই করে ছড়ানো হয়েছে মিথ্যা তথ্য। যার কারনে বিপাকে পড়েছেন সেসব প্রতিষ্ঠান আর ব্যাক্তিরা। তাই বর্তমানে বন্ধ রয়েছে ভেরিফাই অপশন।

See also  হোয়াটসঅ্যাপে আসছে এডমিন রিভিউ ফিচার

আশা করা যাচ্ছে এসব সমস্যা কাটলেই উন্মুক্ত হবে টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) ফিচার। যা ব্যাবহারকারীদের করবে আরো সুরক্ষিত।

আপনিও চাইলে লিখতে পারেন অন্যবাংলায়
আরো পড়ুন

ষষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই 2023 free pdf
ষষ্ঠ শ্রেণির গণিত বই 2023 free pdf
ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই 2023 free pdf
ষষ্ঠ শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা বই 2023 free pdf
৬ষ্ঠ শ্রেনির ইংরেজি বই pdf download । class 6 english book 2023 pdf download
ষষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৩ free pdf
৬ষ্ঠ শ্রেণির বাংলা বই 2023 | pdf download
DRS কি ও কেন? বিপিএলে DRS কবে আসবে
২০২৩ সালের ৭ম শ্রেণির নতুন বই pdf | class 7 book pdf 2023
২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণির নতুন বই pdf | class 6 book pdf 2023
ওয়ার্ডপ্রেস থিম কি |ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে বিস্তারিত | What is wordpress theme?
২ জানুয়ারির গ্রানাডা
স্মৃতিতে বিবিসি বাংলা রেডিও
শিক্ষার্থীদের জন্য অসাধারণ কিছু অ্যাপ
শীঘ্রই হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব ফোনে (তালিকা ও কারণ)
ফেসবুকে @everyone হতে বাঁচার উপায়
সাহারার এক প্রজ্জলিত মরক্কো
টুইটারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা (E2EE) ফিচার আসছে
হারানোর পথে পাখির কলকাকলি
আমাদের সাথে যুক্ত থাকুন

আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন
আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন

Leave a Comment