আত্মবিশ্বাস অর্জনের সম্ভাব্য 10 উপায়
অন্যবাংলায় আজকে প্রকাশিত হলো আত্মবিশ্বাস এর শংকর ব্রহ্ম শিরোনামে ১ টি চমৎকার নিবন্ধ। আপনারা এই আত্মবিশ্বাস নিবন্ধটি পড়ুন ও আপনাদের মতামত জানান।
আত্মবিশ্বাস কি?
আত্মবিশ্বাস অর্থ হচ্ছে আত্মপ্রত্যয়। অর্থাৎ নিজের শক্তিমত্তা , সক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে দৃঢ় বিশ্বাসই আত্ম-বিশ্বাস । যে কোনো কাজ আমি যথাযথভাবে করতে পারব এবং সামর্থ্যের সবটুকু দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হব এ বিশ্বাস নিজের মধ্যে লালন ও ধারণ করাকে আত্ম-বিশ্বাস বলে ।
আত্মবিশ্বাসী মানুষ সকলের আস্থা অর্জনে সক্ষম হন । অন্যরা যখন দেখে কেউ খুব আত্ম-বিশ্বাসের সাথে কোনো কাজ সম্পাদন করছে তখন তারা ঐ ব্যক্তির প্রতি আস্থা রাখতে শুরু করে।
দৃঢ়প্রতিজ্ঞ থাকার কারণে যে কোনো কাজে আত্ম-বিশ্বাসীরা সহজেই সফলতা অর্জন করে । আত্ম-বিশ্বাস অর্জনের উপায় শিক্ষা মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে , পরিশীলিত করে । শিক্ষার মাধ্যমে মানুষ আত্মোপলব্ধির সুযোগ পায় ।
আত্মবিশ্বাস অর্জনের সম্ভাব্য দশ উপায়
- কেউ ভুল ধরিয়ে দিলে, রেগে না গিয়ে, ধরিয়ে দেওয়া সেই ভুলটির ব্যাপারে পক্ষপাতশূন্য ভাবে চিন্তা করতে পারা, এবং যদি সত্যিই ভুলটি থাকে তবে সেটিকে শুধরে ফেলার চেষ্টা করা।
- বিপ্রতীপ মতামতের সামনে নিজস্ব মতামত শান্তভাবে তুলে ধরতে পারা।
- বিরোধী/বিকল্প মতামত পোষণকারী মানুষের সাথে স্বাচ্ছন্দে হিংসাশূন্যভাবে মেলামেশা করতে পারা।
- একাকী, শুধু নিজের সাথে নিজে সময় কাটাতে পারা।
- অকপটে নিজের ভুল স্বীকার করতে পারা।
- কেউ যখন প্রশংসা করবে, তখন দ্বিধাহীনভাবে সেটি গ্রহণ করতে পারা।
- নিজেকে নিয়ে রসিকতায় অংশগ্রহণ করতে পারা।
- সঠিক সময়ে, সঠিক অবস্থায়, সঠিক কারণে, সঠিক প্রতিপক্ষের সামনে রাগ দেখাতে পারা।
- কখনোই কারও সমালোচনা/ ছিদ্রান্বেষণ না করা। নিজের অবস্থাগত অস্বাচ্ছন্দের হেতু অন্য কোনো মানুষ/ পারিপার্শ্বিকতার ঘাড়ে চাপিয়ে না দেওয়া।
- প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে সেই দিনের কর্তব্যকর্ম বিষয়ে সঠিকভাবে বুঝতে পারা, এবং সেই কর্তব্য বিষয়ে উৎসাহিত বোধ করা।
আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন আমাদের ইউটিউব চ্যানেল এ যুক্ত হন
আরো লেখা ওয়ার্ডপ্রেস থিম কি |ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে বিস্তারিত DRS কি ও কেন? শিক্ষার্থীদের জন্য অসাধারণ কিছু অ্যাপ | best 5 app for student ফেসবুকে @everyone হতে বাঁচার উপায় চিড়া কি? চিড়া খাওয়ার উপকারিতা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কি? what is SEO? 27 টি খুব দরকারি টেলিগ্রাম বট