আজকে আমি এই ব্লগে 27 টি খুব দরকারি টেলিগ্রাম বট নিয়ে লিখবো যেগুলো আমাদের বিভিন্ন কাজকে খুব সহজ করে দিবে। তো চলুন শুরু করা যাক।
টেলিগ্রাম বট কি?
টেলিগ্রাম বট হল একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যা শুধু টেলিগ্রাম অ্যাপের ভিতরে চলে। টেলিগ্রাম ব্যবহারকারীরা এর মাধ্যমে তাদের বার্তা,কমান্ড এবং বিভিন্ন অনুরোধ পাঠিয়ে বটগুলির সাথে যোগাযোগ করতে পারে। টেলিগ্রাম এর এই বটগুলো বিভিন্ন গ্রুপ ও চ্যানেল এ যোগ করার মাধ্যমে গ্রুপ ও চ্যানেলগুলোকে আরো আকর্ষণীয় ও ব্যবহারকারীদের কাছে সহজে কোনো বিষয় উপস্থাপন করা যায়।
টেলিগ্রাম বট এর সুবিধা
টেলিগ্রাম বট ব্যবহার করার বেশ কিছু সুবিধা রয়েছে। এসব সুবিধাগুলো নিচে লেখা হলো ১। এটি একটি বিনামূল্যে সার্ভিস ২। এটি যথেষ্ট নিরাপদ ৩। ব্যবহারকারীদের সাথে যোগাযোগ সহজ করে ৪। এটি টেক্সট ইনপুট নিতে পারে ৫। ইমোজি, gif ইত্যাদি ব্যবহার করে যেকোন বিষয়কে আরো আকর্ষণীয় করে। ৬। খুব অল্প সময়ে ভালো সুবিধা দেয় ৭। বটগুলো ২০০ টির ও বেশী দেশের ২০ টির ও বেশী মাধ্যমে পেমেন্ট নেয়
আমাদের জন্য খুব দরকারি টেলিগ্রাম এর বট হল এটি। এই বটটির কাজ হলো যেকোনো ছবির আসল সোর্স কোনটি সেটি খুঁজে বের করে সরবারহ করা। এই বটটির মাধ্যমে প্রায় ৭টি ওয়েবসাইট থেকে সার্চ রেজাল্ট দেখা যায়। এর মধ্যে রয়েছে Google, Bing, Yandex সহ আরো ৪ টি সার্চ ইঞ্জিন।
এটি আমাদের জন্য খুব দরকারি টেলিগ্রাম এর একটি বট । এই বট এর মাধ্যমে অতি সহজে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সেলেট করা যায়। এখানে ইংরেজির পাশাপাশি অন্যান্য বিভিন্ন ভাষায় ও অনুবাদ করা যায়।
যারা বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য অত্যন্ত দরকারি টেলিগ্রাম এর একটি বট হল এটি। এই বটের মাধ্যমে আপনারা জাস্ট লিংক কপি পেস্ট করে ভিডিও ডাউনলোড করতে পারবেন
বিভিন্ন কাজ করার জন্য অনেক সময় ছবি থেকে টেক্সট এ রূপান্তর করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার জন্য খুব দরকারি টেলিগ্রাম এর একটি বট হল এটি। এখানে ইংরেজি বাদে অন্যান্য ভাষায় ও অনুবাদ করা যায়।
টেলিগ্রাম এর এই বট টির কাজ হলো মূলত ছবি খুজে বের করা। এখানে আপনি একটি ছবির নাম লিখলে বট টি আপনাকে ওই সম্পর্কিত বেশ কয়েকটি ছবি দেখাবে। সেখান থেকে আপনি আপনার পছন্দমত ছবিটি বাছাই করে নিতে পারবেন।
আমরা অনেক সময় কাজের জন্য লিংক সেভ করে রাখতে চাই। সেক্ষেত্রে আপনার জন্য খুব দরকারি টেলিগ্রাম-বট হতে পারে এটি। এটির মাধ্যমে আপনি আপনার পছন্দের লিংকগুলো সেভ করে রাখতে পারেন।
বর্তমান সময়ে অনেক জনপ্রিয় টেলিগ্রাম এর একটি বট হলো Direct Link Generator বট । এটির মাধ্যমে আপনি বেশ কিছু জনপ্রিয় সাইটের লিংক কে direct downloading link এ কনভার্ট করতে পারবেন।
আগের বটের মত এই বটটির মাধ্যমে ও আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে এক্ষেত্রে বিশেষত্ব হলো এটি আপনাকে বেশ কিছু কোয়ালিটিতে ডাউনলোড করার অপশন দেয়ার পাশাপাশি ভিডিওর সেম কোয়ালিটির অডিও ডাউনলোডের সুবিধা দিবে। সুতরাং আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এটি আপনার জন্য খুব দরকারি টেলিগ্রাম এর এই বটটি।
অনেক সময় আমাদের PDF এ কনভার্ট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের জন্যে টেলিগ্রাম এর এই বটটি বেশ কাজের হতে পারে। এটি আপনার যেকোনো ছবিকে PDF এ কনভার্ট করে দিবে।
আপনারা এই টেলিগ্রাম বটের নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার প্রধান কাজ হলো ইউটিউবের যেকোনো ভিডিও ডাউনলোড করা।
ইউটিউব ভিডিও ডাউনলোডার বটের কিছু বিশেষত্ব1) এই বটের সাহায্যে আপনি যেকোনো ইউটিউব ভিডিও এর thumbnail high quality তে ডাউনলোড করতে পারবেন। 2) এই বটের সাহায্যে আপনারা ভিডিও থেকে অডিওতে কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন। 3) এই বটের একটি একটি ফিচার রয়েছে। তা হচ্ছে যেকোনো ভিডিওর সবচেয়ে খারাপ কোয়ালিটি ডাউনলোড করতে পারা। 4) এর আরো একটি ফিচার হচ্ছে এর মাধ্যমে আপনি ভিডিওর যেকোনো টাইমের স্ক্রিনশট নিতে পারবেন।
আপনি যদি একজন Anime লাভার হয়ে থাকেন তাহলে আপনার জন্য বেশ উপকারী হতে পারে এই বট টি।এখানে আপনি আপনার কাঙ্খিত Anime এর নাম দেয়ার পর সাথে সাথে এই বটটি আপনাকে সেই Anime সম্পর্কে তথ্য দিয়ে দিবে।
ইউটিউব প্লেলিস্টে থাকা ভিডিও গুলো ডাউনলোড করার সহজ উপায় হতে পারে এই বটটি। এই বট ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই ইউটিউব প্লেলিস্টে থাকা সকল ভিডিও ডাউনলোড করতে পারবেন।